Sanju Samson: চোখে চোখ রাখতে পারিনি… প্রোটিয়া সফরের আগে সঞ্জু স্যামসনের মুখে কঠিন সময়ের কথা
একদিকে ভারতে চলছে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। তারই ফাঁকে মাঝে মাঝে প্রোটিয়া সফরের কথা উঠছে। সেখানে কি দেখা যাবে সঞ্জু স্যামসনকে (Sanju Samson)? সম্ভবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কলকাতা: নভেম্বরের শুরুতেই প্রোটিয়া সফরে যাবে মেন ইন ব্লু। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ ম্যাচের টি-২০ সিরিজ ভারতের। এই সিরিজের জন্য এখনও ভারতীয় স্কোয়াড ঘোষণা হয়নি। কয়েকদিন আগে দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতেছিল ভারত। সেই টিমের অধিকাংশ ক্রিকেটারকে প্রোটিয়া সফরে দেখা যেতে পারে। একদিকে ভারতে চলছে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। তারই ফাঁকে মাঝে মাঝে প্রোটিয়া সফরের কথা উঠছে। সেখানে কি দেখা যাবে সঞ্জু স্যামসনকে (Sanju Samson)? সম্ভবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন কয়েকদিন আগে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সেটি তাঁর আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের প্রথম শতরান। এ বার এক ইউটিউব চ্যানেলে সঞ্জু জানিয়েছেন, বাংলাদেশের বিরুদ্ধে যখন তিনি রান পাননি প্রথম ২টো ম্যাচে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) চোখের দিকে তাকাতে পারেননি। আর কী বলেছেন কেরালার উইকেটকিপার-ব্যাটার?
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় টি-২০-তে যথাক্রমে সঞ্জু করেন ২৯ ও ১০ রান। এই পারফরম্যান্সের পর তিনি দলের হেড কোচের সঙ্গে চোখ মেলাতে পারছিলেন না। সেই প্রসঙ্গে এক ইউটিউব চ্যানেলে সঞ্জু বলেন, ‘একজন প্লেয়ারের সঙ্গে তাঁর কোচের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। কেউ যখন কোচের সমর্থন পায়, তখন পারফরম্যান্সের মাধ্যমে সেই বিশ্বাসের প্রতিদান দিতে চায়। আমাকে যে সমস্ত সুযোগ দেওয়া হয়েছিল তার জন্য আমি তাঁকে (গৌতম গম্ভীরকে) খুশি করতে চেয়েছিলাম। তাই যখন আমি তাড়াতাড়ি আউট হয়ে জেতাম, সেই সময় আমি তাঁর চোখের দিকে তাঁকাতে পারতাম না। আমার পরের সুযোগের জন্য অপেক্ষা করতাম। যখন আমি সেঞ্চুরি করেছিলাম, তখন গৌতি ভাই আমার জন্য হাততালি দিয়েছিল।’
এই খবরটিও পড়ুন
চাপের মধ্যেও সঠিক চিন্তাভাবনা করা এবং দলের হয়ে অবদান রাখার চেষ্টা বরাবর করেন সঞ্জু স্যামসন। তা তিনি একদিনে নয়, ধীরে ধীরে শিখেছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘কখনও কখনও ব্যাটিং করার সময়ও চাপের মধ্যে থাকি। আমি অভিজ্ঞতা দিয়ে চাপ সামলাতে শিখেছি এবং অন্যদের সঙ্গে এ বিষয়ে কথাও বলেছি। আমি জানতাম এই চিন্তাগুলি খুবই স্বাভাবিক। আমি যেটা করতে পারি, সেটার উপর ফোকাস করেছি। আমি একবার সেট হয়ে গেলে দলের জন্য অবদান রাখতে পারি, এটা জানি।’