IPL 2023: শ্বশুরের দলের জন্য… গিলের সেঞ্চুরির অদ্ভুত কারণ খুঁজলেন নেটিজ়েনরা
Shubman Gill-Sara Tendulkar : আরসিবির বিরুদ্ধে শুভমন গিল সেঞ্চুরি করতেই টুইটারে ট্রেন্ডিং #SaraTendulkar। নেটিজ়েনদের দাবি 'শ্বশুরের দলকে প্লে অফে তোলার জন্যই গিল সেঞ্চুরি করেছেন।' আসলে আরসিবির বিরুদ্ধে গুজরাট জেতার ফলে প্লে অফে পৌঁছে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ফের এক বার গিলের সেঞ্চুরিতে সচিনকন্যাকে জুড়ে দিলেন নেটিজ়েনরা।
বেঙ্গালুরু : অপ্রতিরোধ্য। ২০২৩ সালে বছর তেইশের পঞ্জাব তনয় শুভমন গিলকে (Shubman Gill) এককথায় এটাই বলা যায়। চলতি বছরটা দারুণ কাটছে গিলের। দেশের জার্সি এবং আইপিএল সব জায়গাতেই সেঞ্চুরি করে সকলের নজর কেড়ে নিয়েছেন তিনি। চলতি আইপিএলেও (IPL 2023) দুরন্ত ফর্মে রয়েছেন গুজরাট টাইটান্সের ওপেনার। আরসিবির বিরুদ্ধে বিরাট কোহলির সেঞ্চুরির পাল্টা জবাব সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছেন শুভমন গিল। তারপর থেকে টুইটারে ট্রেন্ডিং গিল। এমনটা হওয়া স্বাভাবিক। কিন্তু শুভমনের সেঞ্চুরি হতেই নেটিজ়েনরা ফের তাঁর সঙ্গে জুড়ে দিয়েছেন সচিনকন্যার নাম। আসলে রবিবার শুভমন এ বারের আইপিএলে তাঁর দ্বিতীয় সেঞ্চুরি করার পর টুইটারে ট্রেন্ডিং #SaraTendulkar। শুধু তাই নয়, নেটিজ়েনরা শুভমনের সেঞ্চুরির এক অদ্ভুত কারণও খুঁজে বের করেছেন। সেই কারণ কী? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সেঞ্চুরি করেও রবি-রাতে চোখের জলে চিন্নাস্বামী ছেড়েছেন বিরাট কোহলি। অন্যদিকে সেঞ্চুরি করে মাঠেই হুঙ্কার করে সেলিব্রেশন করেছেন শুভমন গিল। সোশ্যাল মিডিয়ায় এই ২ ছবি ভাইরাল। পাশাপাশি গুজরাটের কাছে আরসিবি হেরে যাওয়ায় লাভ হয়েছে মুম্বইয়ের। আর মুম্বইয়ের জয়ের পিছনে বড় অবদান রয়েছে শুভমন গিলের। তিনি সেঞ্চুরি করে গুজরাটকে না জেতালে মুম্বইয়ের প্লে অফে ওঠা হত না। যা মেনে নিয়েছন মাস্টার ব্লাস্টারও মুম্বই প্লে-অফে পা রাখার পর সচিন তেন্ডুলকর টুইটারে লিখেছেন, ‘শুভমন আর ক্যামেরন গ্রিন মুম্বইয়ের হয়ে দারুণ ব্যাটিং করল।’
.@CameronGreen_ & @ShubmanGill batted well for @mipaltan. ?
Amazing innings by @imVkohli too to score back-to-back 100’s. They all had their methods & were in the class of their own.
So happy to see MI in the playoffs. Go Mumbai. ? #AalaRe #MumbaiMeriJaan #IPL2023 pic.twitter.com/D5iYacNEqc
— Sachin Tendulkar (@sachin_rt) May 21, 2023
শুধু সচিনই নন। নেটিজ়েনদেরও দাবি, ‘শ্বশুরের দলকে প্লে অফে জেতানোর জন্যই সেঞ্চুরি করেছেন গিল।’ টুইটারে একজন গিল ও সারার ছবি দিয়ে লিখেছেন, ‘শুভমন গিল = লয়্যালিটি।’ আর একজন টুইটারে লিখেছেন, ‘সারা তেন্ডুলকরকে ইমপ্রেস করার জন্য আরসিবিকে প্লে অফ থেকে বের করে দিলেন গিল।’ সারা ও গিলের একটি ছবি দিয়ে আর একজনের টুইট, ‘শুভমন গিল দারুণ পারফর্ম করলেন। আসলে তিনি মুম্বইয়ের আন্ডার কভার এজেন্ট ছিলেন। কী বলেন সারা!’
Shubman Gill = Loyalty ?? pic.twitter.com/M1FoswTORC
— Amit (@AmitMovieHolic) May 21, 2023
Gill knocking out RCB just to impress Sara Tendulkar pic.twitter.com/xcmJyjBimv
— D? (@Gotham_Circus) May 21, 2023
Well Done Shubman Gill !
Under cover Mi agent tha ye
Sara ?, ! #ShubmanGill pic.twitter.com/8wdqG7uOo7
— Ritik Raj ! (@ritik_____raj) May 21, 2023