Indian Cricket: মাত্র ৭৬ বলে সেঞ্চুরি! টিম ম্যানেজমেন্টকে প্রবল চাপে ফেললেন ভারতের তরুণ ব্যাটার
India Tour Of England: প্রত্যাশা করা হয়েছিল, রোহিত-বিরাট না থাকায় অন্তত একজনের জায়গা পাকা হবে। তা হয়নি। উল্টে টেস্ট স্কোয়াডেই জায়গা পাননি। তবে ভারত এ দলে রয়েছেন। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে এ দলের হয়ে ৯২ রানের দুর্দান্ত ইনিংসও খেলেছিলেন।

ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু ২০ জুন। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো দুই সুপার সিনিয়র টেস্ট থেকে অবসর নিয়েছেন। রোহিতের অবসরে টেস্টে নেতৃত্ব কে দেবেন, এই নিয়ে নানা আলোচনা চলছিল। অবশেষে শুভমন গিলকে টেস্ট ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। তেমনই প্রত্যাশা করা হয়েছিল, রোহিত-বিরাট না থাকায় অন্তত একজনের জায়গা পাকা হবে। তা হয়নি। উল্টে টেস্ট স্কোয়াডেই জায়গা পাননি। তবে ভারত এ দলে রয়েছেন। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে এ দলের হয়ে ৯২ রানের দুর্দান্ত ইনিংসও খেলেছিলেন। এ বার ইন্ট্রা স্কোয়াড ম্যাচে সেঞ্চুরি করে টিম ম্যানেজমেন্টকে চাপে রাখলেন ভারতের তরুণ ব্যাটার সরফরাজ খান।
ঘরের মাঠে গত ইংল্যান্ড সিরিজেই টেস্টে ডাক পেয়েছিলেন ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া সরফরাজ খান। এরপর ঘরের মাঠে গত নিউজিল্যান্ড সিরিজেও সুযোগ পেয়েছিলেন। একটি ম্যাচে দেড়শো রানের দুর্দান্ত ইনিংসও খেলেছিলেন। যদিও ধারাবাহিকতা দেখাতে পারেননি। অস্ট্রেলিয়া সফরে টেস্ট স্কোয়াডে থাকলেও তাঁকে খেলানো হয়নি। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৯২ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন।
টেস্ট সিরিজ শুরুর আগে ভারত সিনিয়র দল ও এ দল একটি প্রস্তুতি ম্যাচ খেলছে বেকেনহ্যামে। মায়ের অসুস্থতার জন্য দেশে ফিরেছেন গৌতম গম্ভীর। হেড কোচ না থাকলেও এ দলের সঙ্গে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। এ ছাড়াও ভারতীয় বোর্ডের সিনিয়র দল নির্বাচক প্রধান অজিত আগরকর। তাঁদের সামনে মাত্র ৭৬ বলে সেঞ্চুরি (১০১) ভারত এ দলের ক্রিকেটার সরফরাজের। এর মধ্যে ১৫টি বাউন্ডারি এবং দুটি ছয়ও মেরেছেন। লাল বলের ফরম্যাটে যা একেবারেই সহজ নয়।
এখনও অবধি ৬টি টেস্ট খেলেছেন সরফরাজ। করেছেন ৩৭১ রান। ব্যাটিং গড় ৩৭-এর বেশি। নিউজিল্যান্ড সিরিজে বাকি দুই টেস্টে ব্যর্থ না হলে হয়তো জায়গা পাকা করে ফেলতে পারতেন। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে স্কোয়াড ঘোষণার সময়ই নির্বাচক প্রধান অজিত আগরকর এবং কোচ গৌতম গম্ভীর বলেছিলেন, ধারাবাহিক পারফর্ম করলে যে কেউই ডাক পেতে পারেন। সরফরাজের কাছেও সেই সুযোগ রয়েছে।





