Sarfaraz Khan-Rishabh Pant: আমরা দু’জনই তো… পন্থের সঙ্গে মাঠে কী কথা হচ্ছিল? জানালেন সরফরাজ খান
India vs New Zealand: বেঙ্গালুরু টেস্টে সরফরাজ খান ও ঋষভ পন্থের জুটিতে চতুর্থ উইকেটে ওঠে ১৭৭ রান। প্রথম ইনিংসে ৪৬ রানে ভারত অল আউট হয়েছিল। এরপর ভারতের কাছে সুযোগ ছিল ঘুরে দাঁড়ানোর। পন্থ-সরফরাজরা দ্বিতীয় ইনিংসে ভারতকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন।
কলকাতা: ভারতীয় তারকা সরফরাজ খান (Sarfaraz Khan) বেঙ্গালুরু টেস্টের চতুর্থ দিন টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করেছেন। তাঁর ও ঋষভ পন্থের (Rishabh Pant) জুটিতে চতুর্থ উইকেটে ওঠে ১৭৭ রান। প্রথম ইনিংসে ৪৬ রানে ভারত অল আউট হয়েছিল। ক্রিকেট মহলে জোর আলোচনা হয়েছে যা নিয়ে। এরপর ভারতের কাছে সুযোগ ছিল ঘুরে দাঁড়ানোর। পন্থ-সরফরাজরা দ্বিতীয় ইনিংসে ভারতকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন। ১৫০ রানের এক অনবদ্য ইনিংস খেলেন সরফরাজ। আর মাত্র ১ রানের জন্য শতরান হাতছাড়া করেন পন্থ। চতুর্থ দিনের খেলার শেষে সরফরাজ জানান, ম্যাচ চলাকালীন তাঁর ও পন্থের মধ্যে কী কথাবার্তা হচ্ছিল।
বিসিসিআই টিভির শেয়ার করা এক ভিডিয়োতে সরফরাজ খান বলেন, ‘ম্যাচই এমন যে হাত খুলে খেলতে হত। ঋষভ তো মেজাজেই খেলে। আমাদের মধ্যে কথা হচ্ছিল, কয়েকদিন আগে আমরা এখানে দলীপ ট্রফির ম্যাচ খেলেছি। আমাদের দ্বিতীয় ইনিংসে কাউন্টার অ্যাটাক করতে হত। আর আমরা দু’জনই আক্রমণাত্মক খেলি। দু’জন দু’জনকে সাহায্য করে খেলেছি। আমাদের রান তুলে লড়াই করতে হত। আমরা সেটাই আলোচনা করছিলাম। যে দলীপ ট্রফির দিন ফিরেছে। সেই রকমই খেলি। আর আমরা আক্রমণাত্মক হয়েই খেলেছি।’
কেরিয়ারের প্রথম টেস্ট শতরানের পর সরফরাজের সেলিব্রেশন বলে দিচ্ছিল, তিনি কতটা তৃপ্ত। নিজের সেলিব্রেশন প্রসঙ্গে মুম্বইয়ের তারকা ক্রিকেটার সরফরাজ বলেন, ‘সেঞ্চুরি করে খুব ভালো লাগছিল। যখন সেলিব্রেশন শুরু করলাম মনে হচ্ছিল সবুজ ঘাসে দাঁড়িয়ে নেই। মনে হচ্ছিল আমি আকাশে আছি। আমার ইচ্ছে ছিল ভারতের হয়ে সেঞ্চুরি করব। আজ সেই স্বপ্ন পূরণ হওয়ায় খুব খুশি হয়েছি।’
𝗔 𝗦𝘁𝗮𝗿(𝗙𝗮𝗿𝗮𝘇) 𝗜𝘀 𝗕𝗼𝗿𝗻!🌟
Watch 🔽#TeamIndia | #INDvNZ | @IDFCFIRSTBank
— BCCI (@BCCI) October 20, 2024