Ranji Trophy 2022-23: ট্রফি জিতে মনোজদের জবাব দিয়ে গেলেন উনাদকাট
Bengal vs Saurashtra, Ranji Trophy Final: গতকাল অনুষ্টুপ মজুমদারের উইকেট নেওয়ার পরই নিজেদের জয়ের রাস্তা পরিষ্কার দেখতে পেয়েছিল সৌরাষ্ট্র। ম্যাচের পর সেটা জানালেনও দলনায়ক উনাদকাট। রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়ে চেতেশ্বর পূজারাকে স্পেশাল উপহার দিল সৌরাষ্ট্র দল।

কলকাতা: খেলা শুরুর আগে বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি বলেছিলেন, ‘একতরফা ফাইনাল হবে। আর তাতে জিতবে বাংলা।’বঙ্গ অধিনায়কের হুঙ্কার শুনে সে দিন মুচকি হেসেছিলেন সৌরাষ্ট্রের কোচ নীরজ ওদেদরা আর অধিনায়ক জয়দেব উনাদকাট। আর বলেছিলেন, জবাবটা মাঠে দেবেন। তাই-ই হল। মনোজ তিওয়ারির কথা মতো রঞ্জির ফাইনাল একপেশেই হল। শুধু বিজয়ী দল পাল্টে গেল। এক তরফা ফাইনালে বাংলাকে ৯ উইকেটে হারিয়ে দ্বিতীয় বার ভারতসেরা সৌরাষ্ট্র। ৩ বছর আগের বদলা অধরাই থাকল বাংলার। রাজকোটের পর ইডেনের রঞ্জি ফাইনালেও দাদাগিরি উনাদকাটদের। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে বাংলা দলকে কথা শুনিয়ে গেলেন সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাট। বুঝিয়ে দিলেন কেন তাঁরা ভারতসেরা। সঙ্গেও এটাও বুঝিয়ে দিলেন, কথায় নয়, পারফরম্যান্স করতে হয় মাঠে। বিস্তারিত TV9Bangla-য়।
ম্যাচের পর উনাদকাট বললেন, ‘ওরা বলেছিল একতরফা ফাইনাল হবে। আমরা সে দিন কিছু বলিনি। আমরা এই মন্তব্যের সঙ্গে অভ্যস্থ। যখন বাইরে খেলতে যাই, এরকম অনেক কথা শুনি। এই জয়টা অবশ্যই আমাদের কাছে স্পেশাল। আজ দেখিয়ে দিলাম আমরা সব বিভাগে ওদের টেক্কা দিয়েছি। ব্যাটিং-বোলিং সব বিভাগেই আমরা ওদের থেকে ভালো পারফর্ম করেছি। পুরো ম্যাচের রাশ আমরা নিজেদের হাতে রাখি। শেষ ৩টে বছরে ৩টে ট্রফি। নিঃসন্দেহে খুব গর্বের। বিজয় হাজারে ট্রফির পর রঞ্জি ট্রফিতেও সেরা। অবশ্যই আমাদের দলের জন্য ভালো দিক।’
বাংলার সঙ্গে সৌরাষ্ট্রের পার্থক্যও বুঝিয়ে দিয়ে গেলেন উনাদকাট। বললেন, ‘আমাদের দল অনেক শান্ত ছিল। আর মাঠে আমাদের এগারো জন খেললেও স্কোয়াডের বাকি ক্রিকেটাররাও দলের সঙ্গে জড়িয়ে ছিল। বল বাউন্ডারি লাইনের বাইরে পিচ কভারের ভেতর হারিয়ে যাওয়ার সময়, আমাদের অন্য ক্রিকেটাররা সেই বলটা খুঁজছিল। এই জায়গাতেই আমরা বাংলার চেয়ে ৫ শতাংশ এগিয়ে গিয়েছিলাম। আমরা একটা দল হিসেবে পারফর্ম করেছি।’ গতকাল অনুষ্টুপ মজুমদারের উইকেট নেওয়ার পরই নিজেদের জয়ের রাস্তা পরিষ্কার দেখতে পেয়েছিল সৌরাষ্ট্র। ম্যাচের পর সেটা জানালেনও দলনায়ক উনাদকাট। রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়ে চেতেশ্বর পূজারাকে স্পেশাল উপহার দিল সৌরাষ্ট্র দল। ফাইনালের আগেই সে কথা জানিয়েছিলেন উনাদকাট। একশো টেস্ট খেলা পূজারাকেই তাই রঞ্জি জয়ের পুরস্কার দিল টিম সৌরাষ্ট্র।
