Sean Abbott: বাজপাখির মতো ছোঁ মেরে ক্যাচ শন অ্যাবটের, মাথায় হাত মার্কোর!
South Africa vs Australia: ২২ গজে বিভিন্ন ম্যাচে একাধিক দুরন্ত ক্যাচ দেখা গিয়েছে। এ বার দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার (South Africa vs Australia) ওডিআই ম্যাচে দেখা গেল এক অ্যাক্রোবেটিক ক্যাচ। আপতত প্রোটিয়াদের বিরুদ্ধে ৫ ম্যাচের ওডিআই সিরিজে ব্যস্ত অজিরা। পচেফস্ট্রুমে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআইতে অজি তারকা ক্রিকেটার শন অ্যাবট এমন এক চোখ ধাঁধানো ক্যাচ নিয়েছেন, যা নিয়ে চর্চা থামছেই না।
নয়াদিল্লি: ‘ধরো ক্যাচ, জেতো ম্যাচ’… ক্রিকেটে এই একটা কথা বিরাট প্রচলিত। ২২ গজে বিভিন্ন ম্যাচে একাধিক দুরন্ত ক্যাচ দেখা গিয়েছে। এ বার দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার (South Africa vs Australia) ওডিআই ম্যাচে দেখা গেল এক অ্যাক্রোবেটিক ক্যাচ। আপতত প্রোটিয়াদের বিরুদ্ধে ৫ ম্যাচের ওডিআই সিরিজে ব্যস্ত অজিরা। পচেফস্ট্রুমে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআইতে অজি তারকা ক্রিকেটার শন অ্যাবট এমন এক চোখ ধাঁধানো ক্যাচ নিয়েছেন, যা নিয়ে চর্চা থামছেই না। শন অ্যাবটের (Sean Abbott) এক হাতে বাজপাখির মতো ছোঁ মেরে ক্যাচ নেওয়া দেখে প্রোটিয়া ক্রিকেটার মার্কো জ্যানসেন মাথায় হাত দিয়ে বসেন। এই ক্যাচ নিয়ে আপাতত ক্রিকেট মহলে বিরাট চর্চা চলছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক মিচেল মার্শ। প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ৩৩৮ রান তোলে প্রোটিয়ারা। দুরন্ত সেঞ্চুরি হাঁকান এইডেন মার্করাম। দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটার কুইন্টন ডি কক করেন ৮২ রান। অর্ধশতরান করেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে ৩৩৯ রানের টার্গেট দেয় অজিদের। প্রোটিয়াদের নজরকাড়া ব্যাটিংয়ের মাঝেও লাইমলাইটে চলে এসেছে অস্ট্রেলিয়ান তারকা শন অ্যাবটের নেওয়া ক্যাচ।
প্রোটিয়াদের ইনিংসের ৪৭ তম ওভারে দুরন্ত ক্যাচ নেন শন অ্যাবট। নাথান এলিসকে ওই ওভারের প্রথম তিন বলে একটি ছক্কা এবং দু’টি চার মারেন প্রোটিয়া তারতা মার্কো জ্যানসেন। এর পর ওই ওভারের চতুর্থ বলেও বড় শট খেলেছিলেন জ্যানসেন। তিনি ভেবেছিলেন সেই শটটিও বাউন্ডারি পেরিয়ে যাবে। কিন্তু ওই শটটির কারণেই উইকেট হারিয়ে বসেন মার্কো। শন অ্যাবট একেবারে ডিপ কভার থেকে দৌড়ে এসে শরীর বাতাসে ভাসিয়ে দিয়ে বাজপাখির মতো ছোঁ মেরে এক হাতে ক্যাচ ধরে নেন। ওই ভাবে শরীর শূন্যে ভাসিয়ে যে ক্যাচ ধরে ফেলবেন অ্যাবট তা অনেকেই ভাবতে পারেননি। যার ফলে, মার্কো জ্যানসেন ওই ক্যাচ দেখে অবাক হয়ে যান। অ্যাবটের এক হাতে নেওয়া ক্যাচ দেখে মাথায় হাত দিয়ে বসেন মার্কো। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হয়েছে। ৩২ রান করে আউট হন মার্কো।
No wonder Kangaroos are found only in Australia 😏 What a leap! #SAvAUS pic.twitter.com/9dbJ0SlJ9B
— FanCode (@FanCode) September 12, 2023
Sean Abbott, are you kidding?!?!
That is one of the great outfield catches 😮 #SAvAUS pic.twitter.com/b8dLUEVReg
— cricket.com.au (@cricketcomau) September 12, 2023
ম্যাচের প্রসঙ্গে বলতে গেলে, ওই ম্যাচে ৩৪.৩ ওভারে ২২৭ রান তুলে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা ১১১ রানে ম্যাচ জিতে নেয়। ৫ ম্যাচের এই ওডিআই সিরিজে অবশ্য এখনও ১-২ পিছিয়ে প্রোটিয়ারা।