Kabul Premier League : এক ওভারে ৭ ছয়! বিধ্বংসী ব্যাটিংয়ে কেঁদে ফেলার উপক্রম বোলারের
কাবুল প্রিমিয়র লিগে ম্যাচটি ছিল শাহিন হান্টার্স এবং অবাসিন ডিফেন্ডার্সের মধ্যে। সাদিকউল্লা অটল খেলছেন হান্টার্সের হয়ে।

কাবুল : আফগানিস্তানে চলছে কাবুল প্রিমিয়র লিগ (Kabul Premier League)। ওই টুর্নামেন্টের একটি ম্যাচে ঝোড়ো ব্যাটিংয়ে ধুন্ধুমার বাঁধিয়ে দিলেন সাদিকউল্লাহ অটল। মারকাটারি ব্যাটিংয়ে আমির জাজাইয়ের এক ওভারে মোট ৪৮ রান তুললেন সাদিকউল্লাহ। টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগে হর হামেশাই অভিনব রেকর্ডের দেখা মেলে। যেগুলি নিজের চোখে না দেখলে বিশ্বাস হওয়ার উপায় নেই। সাদিকউল্লা অটলের কীর্তি তেমনই। ওই ওভারে মোট সাতটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এই বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতের তারকা ব্যাটার ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে একাসনে বসেছেন সাদিকউল্লা। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
কাবুল প্রিমিয়র লিগে ম্যাচটি ছিল শাহিন হান্টার্স এবং অবাসিন ডিফেন্ডার্সের মধ্যে। সাদিকউল্লা অটল খেলছেন হান্টার্সের হয়ে। টুর্নামেন্টের দশম ম্যাচে প্রতিপক্ষ অবাসিন ডিফেন্ডার্সের বোলার আমির জাজাইকে রীতিমতো উড়িয়ে দিলেন। ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে শাহিন হান্টার্স। সূচনাটা মোটেও ভালো হয়নি। অবাসিনের বোলাররা শুরুর দিকে পরপর তিনটি উইকেট তুলে নেন। এরপর ক্রিজে নামেন সাদিকউল্লা। ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের রীতিমতো শাসন করলেন তিনি। এক ওভারে ৪৮ রান তুলে বোলারকে কাঁদিয়ে ছাড়লেন।
কীভাবে হল ১ ওভারে ৪৮ রান?
এক ওভারে সবকটি লিগ্যাল বলে সর্বাধিক ৩৬ রান হতে পারে। ৩৬ রান তখনই হবে যদি ব্যাটার ৬টি বলেই ছক্কা হাঁকাতে পারে। কিন্তু কাবুল প্রিমিয়র লিগে ১ ওভারে উঠল ৪৮ রান! অবাসিন ডিফেন্ডার্সের হয়ে ম্যাচের ১৯তম ওভারে বল করতে আসেন আমির জাজাই। প্রথমটি ছিল নো বল। সাদিকউল্লা ওই বলে ছয় মারেন। পরের বলে ওয়াইড ও বাই রানের কারণে শাহিন হান্টার্স ৫ রান পেয়ে যায়। এভাবেই বল খরচ না করে ১২ রান তুলে নেন। আমিরের তৃতীয় ডেলিভারিটি ছিল বৈধ। যদিও সাদিকউল্লা তাকে স্টেডিয়ামের বাইরের পথ দেখিয়ে দেন। এরপর ওভারের বাকি পাঁচটি বলে ছয় হাঁকিয়ে ৪৮ রান তুলে নেন।
48 runs from 1 over. @Sediq_Atal26 is now in the cricketing history books. Equalled Rituraj Gaikwad’s 7 sixes in an over. Poor Amir Zazai, almost escaped a heartache. This ? must open the doors of international cricket & leagues for Atal. ?? #FutureStar #WorldRecord #SevenSixes pic.twitter.com/Ntt0lkZVUm
— Cricket Afghanistan (@AFG_Sports) July 29, 2023
গতবছর ঋতুরাজ গায়কোয়াড় ঠিক এভাবেই বিজয় হাজারে ট্রফিতে এক ওভারে ৭টি ছয় হাঁকিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। তাঁর রেকর্ডে ভাগ বসালেন আফগানিস্তানের সাদিকউল্লা অটল।





