Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR: নববর্ষে নাইটদের ম্যাচে ইডেন আলোকিত করবেন শাহরুখ খান

IPL 2024: নববর্ষের দিন ক্রিকেটের নন্দনকাননে নাইটদের ম্যাচ দেখতে ভিড় জমাচ্ছেন বেগুনি-সোনালি জার্সিধারীরা। কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল নতুন বছরের প্রথম দিন কেকেআরের (KKR) ম্যাচ দেখতে কলকাতায় আসবেন শাহরুখ খান (Shah Rukh Khan)। সত্যিই এই ম্যাচ দেখতে শনিবার রাতে শহরে পৌঁছে গিয়েছেন কিং খান।

KKR: নববর্ষে নাইটদের ম্যাচে ইডেন আলোকিত করবেন শাহরুখ খান
নববর্ষে নাইটদের ম্যাচে ইডেন আলোকিত করবেন শাহরুখ খানImage Credit source: X
Follow Us:
| Updated on: Jun 29, 2024 | 4:37 PM

কলকাতা: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। রবি-বিকেলে ইডেনে আইপিএলে নাইটদের ম্যাচ। প্রতিপক্ষ লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। নববর্ষের দিন ক্রিকেটের নন্দনকাননে নাইটদের ম্যাচ দেখতে ভিড় জমাচ্ছেন বেগুনি-সোনালি জার্সিধারীরা। কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল নতুন বছরের প্রথম দিন কেকেআরের (KKR) ম্যাচ দেখতে কলকাতায় আসবেন শাহরুখ খান (Shah Rukh Khan)। সত্যিই এই ম্যাচ দেখতে শনিবার রাতে শহরে পৌঁছে গিয়েছেন কিং খান। এ বার তিনি একা আসেননি। সঙ্গে এসেছে তাঁর মেয়ে সুহানা খান ও ছোট ছেলে আব্রাম খান। শাহরুখ খানদের সঙ্গে শহরে এসেছেন অনন্যা পান্ডেও। কেকেআরের ম্যাচ থাকলেই দর্শকদের চোখ চলে যায় ভিআইপি গ্যালারিতে। দর্শকরা কিং খানকে খোঁজেন। এ বার রবি-বিকেলে ইডেনের গ্যালারিতে তাঁকে শুধু দেখার অপেক্ষা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা গিয়েছে, শনিবার রাতে কলকাতা বিমানবন্দর থেকে এক এক করে বেরোন অনন্য, সুহানা, শাহরুখ ও আব্রাম। প্রথমে বিমানবন্দর থেকে বেরোন অনন্যা পান্ডে। এরপর সুহানা খান বেরোন। কয়েক সেকেন্ড পরই শাহরুখ খান ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে বেরোন। সেখানে ছিলেন কিং খানের ম্যানেজার পূজা দাদলানিও। বিমানবন্দরে সেই সময় অনেকেই শাহরুখ খানের নাম ধরে চিৎকার করতে থাকেন। ভক্তদের উদ্দেশ্যে হাসি মুখে হাত নাড়িয়ে গাড়িতে ঢুকে পড়েন শাহরুখ খান।

চলতি আইপিএলে এখনও ভালো ছন্দেই রয়েছে। এখনও অবধি ৪টি ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স। তার মধ্যে টান তিনটি ম্যাচ জিতেছিল কেকেআর। কিন্তু শেষ ম্যাচে সিএসকের কাছে হেরেছিল নাইটরা। এ বার ঘরের মাঠে কেকেআরের জয়ে ফেরার লড়াই। শ্রেয়স আইয়ারদের প্রতিপক্ষ লোকেশ রাহুলরা। লখনউ সুপার জায়ান্টসও এ বারের আইপিএলে টানা ৩ ম্যাচ জেতার পর হারের মুখ দেখেছে। ফলে দুই টিমেরই লক্ষ্য থাকবে রবি-রাতে ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার।