বিতর্ক চরমে উঠেছে লখনউ সুপার জায়ান্টস কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার আচরণ নিয়ে। গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল লখনউ। অ্যাওয়ে ম্যাচে লজ্জার হার। লখনউ সুপার জায়ান্টসের দেওয়া ১৬৬ রানের টার্গেট মাত্র ৫৮ বলেই পূরণ করে সানরাইজার্স। ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার ওপেনিং জুটিই ম্যাচ জেতায় সানরাইজার্সকে। মানসিক ভাবে বিধ্বস্ত ছিলেন লখনউ ক্রিকেটাররা। তার উপর ক্যাপ্টেন ও কোচকে প্রকাশ্যেই তুলোধনা করতে দেখা যায় কর্ণধারকে। যা ভারতীয় ক্রিকেটে প্রবল বিতর্কের পরিস্থিতি তৈরি করেছে।
স্বাভাবিক ভাবে আলোচনা শুরু হয়েছে, সঞ্জীব গোয়েঙ্কা যা করেছেন তা ঠিক না ভুল। ক্যাপ্টেনের কাছে জবাবদিহি চাওয়া নিয়ে ভুল দেখছেন না কেউই। তবে বিষয়টি কেন প্রকাশ্যে হবে? এই প্রশ্নই তুলেছেন নেটিজ়েনরা। ভারতীয় দলের একজন ক্রিকেটারের বিরুদ্ধে প্রকাশ্যে এমন আচরণ নিয়ে চারিদিকে ক্ষোভ। অনেকে আবার উদাহরণ দিচ্ছেন শাহরুখ খানের। কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার কী ভাবে প্লেয়ারদের খারাপ সময়েও পাশে থাকেন, সেই উদাহরণও টানা হচ্ছে।
খুব বেশি আগের কথা নয়। এ মরসুমে ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত জায়গায় থেকেও হেরেছিল কলকাতা। ম্যাচ শেষে প্লেয়ারদের পাশে ছিলেন কিং খান। রাজস্থান প্লেয়ারদেরও বুকে টেনে নেন। তাঁর আচরণ মন জিতেছে সকলেরই। কর্ণধার হিসেবে শাহরুখ খান কেমন, এ বার অন্দরের কথা জানালেন কেকেআরের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী।
ঘরের মাঠে কাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। তার আগে সাংবাদিক সম্মেলনে টিভি নাইন বাংলার প্রশ্নে বরুণ চক্রবর্তী কেকেআর কর্ণধার শাহরুখ খানকে নিয়ে বলেন, ‘পঞ্জাবের বিরুদ্ধে ২৬০ করার পরও আমরা হেরে গেছিলাম। মনে আছে, ড্রেসিংরুমে এসে শাহরুখ আমাদের বলেছিল- এটা হতেই পারে। ক্রিকেট অনেক পরিবর্তন হচ্ছে। আধুনিক হচ্ছে অনেক। পরের ম্যাচে তোমরা ঘুরে দাঁড়াও। কখনো ভেঙে পড়ো না।’
বরুণ আরও যোগ করেন, ‘আমি এমনই একজন কর্ণধারকে দেখেছি যে সবসময় দলের পাশে থাকে। রেজাল্ট যাই হোক না কেন। আমি দীর্ঘদিন ধরে কেকেআরে খেলছি।’