Pakistan Team: কেন ট্রাকে লাগেজ ভরছিলেন পাক ক্রিকেটাররা? ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ খুললেন আফ্রিদি

Shahin Afridi: প্রথম বিদেশ সফর থেকেই পাকিস্তানকে আবার বিশ্ব ক্রিকেটে স্বমহিমায় ফেরানোর দায়ভার নিচ্ছেন মাসুদ। এই পরিস্থিতিতে এমন ভাইরাল ভিডিয়ো তাঁকেও বেশ অসস্তিতে ফেলে দিয়েছে। আফ্রিদি যাই বলুন না কেন, বিদেশে পৌঁছে কোনও সফরকারী টিমকেই এ ভাবে ট্রাকে লাগেজ তুলতে দেখা যায়নি। আর্থিক অনটন, প্রশাসনিক অব্যবস্থা, বোর্ডের দায়সারা মনোভাব প্রকাশ্যে এসে পড়েছে। ওই ভাইরাল ভিডিওর কারণে চরম সমালোচনার মুখে পড়েছেন বোর্ড কর্তারা। তা সামাল দিতেই কি শাহিন আফ্রিদিকে আসরে নামানো হল?

Pakistan Team: কেন ট্রাকে লাগেজ ভরছিলেন পাক ক্রিকেটাররা? ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ খুললেন আফ্রিদি
কেন ট্রাকে লাগেজ ভরছিলেন পাক ক্রিকেটাররা? ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ খুললেন আফ্রিদি
Follow Us:
| Edited By: | Updated on: Dec 04, 2023 | 12:54 PM

পারথ: পাকিস্তান (Pakistan Team) টিমকে ঘিরে বিতর্কের শেষ নেই। ওয়ানডে বিশ্বকাপে চরম ভরাডুবির পরও বিতর্কের কেন্দ্রে সেই পাক ক্রিকেটারই। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া গিয়েছে পাকিস্তান টিম। অজিদের দেশে পা দেওয়ার পরই ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। তাতে দেখা গিয়েছে, বিমানবন্দরে ট্রাকে নিজেরাই নিজেদের লাগেজ তুলছেন শাহিন শাহ আফ্রিদি, বাবর আজমরা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিতর্কের মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ খেলতে বিদেশে গিয়ে পাক ক্রিকেটারদের কেন এমন পরিস্থিতিতে পড়তে হল, তা নিয়ে প্রশ্ন তুলছেন ক্রিকেট ভক্তরা। পাক বোর্ডের কর্তারা যে তীব্র অস্বস্তিতে পড়েছেন, সন্দেহ নেই। এই বিতর্কিত ঘটনা নিয়ে এবার মুখ খুললেন শাহিন শাহ আফ্রিদি। কী বললেন তিনি?

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও তুলে ধরা হয়েছে তার পিছনের গল্প একেবারে অন্যরকম, এমনই দাবি করা হচ্ছে। পাক ক্রিকেটার আসলে নিজেদেরই প্রয়োজনে লাগেজ ট্রাকে কিটব্যাগ ভরছিলেন। আফ্রিদি বলছেন, ‘আমাদের হাতে মাত্র ৩০ মিনিট সময় ছিল। তার মধ্যে অন্য শহরে যাওয়ার বিমান ধরতে হত। ট্রাকে লাগেজ ভরার জন্য মাত্র দু’জন লোক ছিলেন। আমরা চেয়েছিলাম, লাগেজ লোড করার কাজটা যত দ্রুত সম্ভব শেষ হয়। দেরি করলে সমস্যায় পড়তাম আমরাই। সেই কারণেই হাতে হাত লাগিয়েছিলাম। ব্যাপারটা ওই পর্যন্তই।’

শুক্রবার অস্ট্রেলিয়ায় পা রেখেছে পাকিস্তান। ১৪ ডিসেম্বর সিরিজের প্রথম টেস্ট পারথে। প্রতিপক্ষ টিমকে নিয়ে ভাবনা শুরু করার আগেই গ্রিন আর্মি সমালোচনায় জেরবার। একে বিশ্বকাপের পর পাক টিমের খোলনলছে বদলে গিয়েছে। বাবর আজামকে সরিয়ে দেওয়া হয়েছে ক্যাপ্টেন্সি থেকে। নতুন নেতা এখন শান মাসুদ। প্রথম বিদেশ সফর থেকেই পাকিস্তানকে আবার বিশ্ব ক্রিকেটে স্বমহিমায় ফেরানোর দায়ভার নিচ্ছেন মাসুদ। এই পরিস্থিতিতে এমন ভাইরাল ভিডিয়ো তাঁকেও বেশ অসস্তিতে ফেলে দিয়েছে। আফ্রিদি যাই বলুন না কেন, বিদেশে পৌঁছে কোনও সফরকারী টিমকেই এ ভাবে ট্রাকে লাগেজ তুলতে দেখা যায়নি। আর্থিক অনটন, প্রশাসনিক অব্যবস্থা, বোর্ডের দায়সারা মনোভাব প্রকাশ্যে এসে পড়েছে। ওই ভাইরাল ভিডিওর কারণে চরম সমালোচনার মুখে পড়েছেন বোর্ড কর্তারা। তা সামাল দিতেই কি শাহিন আফ্রিদিকে আসরে নামানো হল?

পাকিস্তানের অস্ট্রেলিয়া সফর আরও একটি কারণে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এটাই হয়তো ঘরের মাঠে ডেভিড ওয়ার্নারের শেষ টেস্ট সিরিজ। অবসরের জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছিল। টেস্ট থেকে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছেন। ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে বাঁ হাতি ওপেনার সেরাটা দেওয়ার জন্য মুখে থাকবেন, সে কথা মাথায় থাকছে পাকিস্তানের। আর তাই পাক টিমও পাল্টা পরিকল্পনা তৈরি রাখছেন ওয়ার্নারের জন্য। আফ্রিদি যেমন বলেই দিয়েছেন, ওয়ার্নার ওর ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ খেলতে নামছে। ওর জন্য শুভেচ্ছা রইল। তবে ওর শেষটা যাতে ভালো না হয়, তার জন্য সব রকম চেষ্টা করব আমরা।’