Pakistan Cricket: পাক টিমে অল ইজ নট ওয়েল! ক্যাপ্টেনের হাত এক ঝটকায় সরিয়ে দিলেন শাহিন, তারপর…

Aug 26, 2024 | 12:58 PM

Watch Video: রাওয়ালপিন্ডি টেস্টে ১০ উইকেটে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর সোশ্যাল মিডিয়ায় ঘুরছে শাহিন আফ্রিদি (Shaheen Afridi) ও পাকিস্তানের অধিনায়ক শান মাসুদের (Shan Masood) এক ভিডিয়ো।

Pakistan Cricket: পাক টিমে অল ইজ নট ওয়েল! ক্যাপ্টেনের হাত এক ঝটকায় সরিয়ে দিলেন শাহিন, তারপর...
Pakistan Cricket: পাক টিমে অল ইজ নট ওয়েল! ক্যাপ্টেনের হাত এক ঝটকায় সরিয়ে দিলেন শাহিন, তারপর...
Image Credit source: X

Follow Us

কলকাতা: রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে হেরেছে পাকিস্তান। এই নিয়ে টানা ১২৯৪ দিন দেশের মাটিতে একটাও টেস্ট ম্যাচ পাকিস্তান ক্রিকেট টিম জিততে পারেনি। সাকিব আল হাসানদের কাছে এই ম্যাচ হারার পর পাক ক্রিকেটারদের সমালোচনা করা শুরু করেছেন সে দেশের প্রাক্তনীরাই। এরই মাঝে রাওয়ালপিন্ডি টেস্টে ১০ উইকেটে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর সোশ্যাল মিডিয়ায় ঘুরছে শাহিন আফ্রিদি (Shaheen Afridi) ও পাকিস্তানের অধিনায়ক শান মাসুদের (Shan Masood) এক ভিডিয়ো। যা দেখার পর পাক ক্রিকেট টিমের অন্দরের কোন্দল ফের প্রকাশ্যে এসেছে।

নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে পাক টিমের প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন টিম হার্ডল করছেন শান মাসুদরা। সেই সময় পাকিস্তানের ক্যাপ্টেন শান তাঁর পাশে থাকা দলের বোলার শাহিন আফ্রিদির কাঁধে হাত রাখেন। টিম হার্ডলের সময় সকল ক্রিকেটারই পাশে থাকা ক্রিকেটারদের কাঁধে হাত রাখেন। কিন্তু পাকিস্তান টিমের টিম হার্ডলের সময় হঠাৎ করেই ক্যাপ্টেনের হাত কাঁধ থেকে সরিয়ে দেন শাহিন।

এই খবরটিও পড়ুন

পাকিস্তান ক্রিকেট টিমে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছে। গত বছর ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পর থেকে নানা বদল হয়েছে। ক্যাপ্টেন, কোচ থেকে শুরু করে পাক বোর্ডের অন্দরেও বদলের ছোঁয়া লেগেছিল। মাঝে মাঝেই পাক টিমের ঠোকাঠুকি নিয়ে খবর প্রকাশ্যে আসে। এ বার দেখার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট হেরেও বাবর আজমরা ঘুরে দাঁড়াতে পারেন কিনা। দুই টেস্টের সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ৩০ অগস্ট থেকে। রাওয়ালপিন্ডিতেই হবে ওই ম্যাচটি।

Next Article