
কলকাতা: ভালো পারফরম্যান্স তাঁকে বানায় লর্ড। আবার পারফর্ম না করতে পারলেই তাঁকে পড়তে হয় প্রশ্নবাণের মুখে। ইডেন গার্ডেন্সে এক সময় শার্দূল ঠাকুর (Shardul Thakur) যেন লখনউ সুপার জায়ান্টসের (LSG) অনুরাগীদের চক্ষুশূল হয়ে গিয়েছিলেন। আবার সেই ওভারেই বড় উইকেট নিয়ে জবাবও দেন তিনি। একটু বিষয়টা পরিষ্কার করা যাক। কেকেআরের (KKR) ইনিংস চলাকালীন এক ওভারে একটানা ৫টি ডেলিভারি ওয়াইড দেন শার্দূল। যা দেখে স্বাভাবিকভাবেই রীতিমতো বিরক্ত হয়ে ওঠেন পন্থ। তারপর যা হয়েছে, সেই ছবি ঘুরছে নেটদুনিয়ায়।
আসলে কেকেআর যখন রান তাড়া করতে নামে, সেই সময় ১৩তম ওভারে বোলিংয়ে আসেন শার্দূল ঠাকুর। তখন ৪৮ বলে কেকেআরের জয়ের জন্য দরকার ছিল ৯০ রান। প্রতিপক্ষ ব্যাটারদের চাপে রাখার জায়গায় একের পর এক ওয়াইড দিতে থাকেন লখনউ সুপার জায়ান্টসের বোলার শার্দূল। যা দেখে বেজায় বিরক্ত হয়ে পড়েন পন্থ। তাঁর চোখ-মুখ বলে দিচ্ছিল সেটা। রাহানে সেই সময় ছিলেন ক্রিজে। সেই ওভারে মোট ১১টি ডেলিভারি দেন শার্দূল। আর ১৩তম ওভারের শেষ বলে রাহানের উইকেট তুলে নেন শার্দূলই। ৩৫ বলে ৬১ রান নাইট ক্যাপ্টেনের।
5 Consecutive Wides by Shardul Thakur 😲 pic.twitter.com/wozzlgPUlU
— 𝑺𝒉𝒆𝒃𝒂𝒔 (@Shebas_10dulkar) April 8, 2025
শার্দূল ঠাকুরের আগে আইপিএলে ২০২৩ সালে মহম্মদ সিরাজ ও তুষার দেশপান্ডে যথাক্রমে মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এক ওভারে ১১টি ডেলিভারি দিয়েছিলেন।
KKR hit 153 in 12 overs—WHAT A CHASE THIS IS! 💥🔥
86 runs. 48 balls. Eden is electric! ⚡Will the Knights pull off this heist? ✍🏻👎🏻
Watch the LIVE action ➡ https://t.co/RsBcA7HaAO#IPLonJioStar 👉 #KKRvLSG | LIVE NOW on Star Sports 2, Star Sports 2 Hindi & JioHotstar! pic.twitter.com/8SU2KuJmno
— Star Sports (@StarSportsIndia) April 8, 2025