IND vs BAN: সিরিজ শুরু কাল, চোটে শেষ মুহূর্তে ছিটকে গেলেন অলরাউন্ডার

India vs Bangladesh T20I Series: দলীপ ট্রফির প্রথম রাউন্ডে খেলেছিলেন শিবম দুবে। বাকি দুই রাউন্ডে সুযোগ পাননি। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি স্কোয়াডে থাকায় তাঁকে ইরানি কাপেও খেলানো হয়নি। ভারতের স্কোয়াডে তিন-জন পেস বোলিং অলরাউন্ডার ছিলেন। হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবের পাশাপাশি নীতীশ রেড্ডিকেও এই তালিকায় রাখা যায়।

IND vs BAN: সিরিজ শুরু কাল, চোটে শেষ মুহূর্তে ছিটকে গেলেন অলরাউন্ডার
Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: Oct 05, 2024 | 9:01 PM

ভারত-বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু কাল। রবিবার সিরিজের প্রথম ম্যাচ গোয়ালিয়রে। দীর্ঘ ১৪ বছর পর এই শহরে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। টেস্ট সিরিজে বাংলাদেশকে ২-০ ক্লিন সুইপ করেছে ভারত। কানপুর টেস্টে টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করেছে ভারতীয় দল। এ বার টি-টোয়েন্টিতেও বাংলাদেশকে ক্লিনসুইপের লক্ষ্য। যদিও সিরিজ শুরুর আগেই ভারতীয় শিবিরে ধাক্কা। চোটের কারণে ছিটকে গেলেন পেস বোলিং অলরাউন্ডার শিবম দুবে।

দলীপ ট্রফির প্রথম রাউন্ডে খেলেছিলেন শিবম দুবে। বাকি দুই রাউন্ডে সুযোগ পাননি। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি স্কোয়াডে থাকায় তাঁকে ইরানি কাপেও খেলানো হয়নি। ভারতের স্কোয়াডে তিন-জন পেস বোলিং অলরাউন্ডার ছিলেন। হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবের পাশাপাশি নীতীশ রেড্ডিকেও এই তালিকায় রাখা যায়। শনি সন্ধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে মেইলে জানানো হয়, পিঠের চোটের কারণে ছিটকে গেলেন শিবম দুবে। পরিবর্ত হিসেবে বাঁ হাতি ব্যাটিং অলরাউন্ডার তিলক ভার্মাকে নেওয়া হয়েছে। রবিবার সকালে স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন তিলক।

মিডিয়াম পেসারের পরিবর্তে কেন স্পিন বোলিং অলরাউন্ডার? গোয়ালিয়রের পিচ স্লো হবে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের ব্যাটার তৌহিদ হৃদয়ও সাংবাদিক সম্মেলনে এমনটাই বলেছেন। যদিও তিলক ভার্মা একাদশে সুযোগ পাবেনই, এই নিশ্চয়তা নেই। কারণ, স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে রয়েছেন ওয়াশিংটন সুন্দর এবং রিয়ান পরাগ। রিঙ্কু সিংও শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বোলিং করেছিলেন। তবে ওয়াশিংটন ব্যর্থ হলে কিংবা কোনও কারণে প্রয়োজন হলে, ব্যাক আপ রাখা হল তিলককে।

এই খবরটিও পড়ুন

টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ভারতের স্কোয়াড-সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, তিলক ভার্মা, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জীতেশ শর্মা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব।

বাংলাদেশ স্কোয়াড-নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লা, লিটন দাস, জাকের আলি, মেহেদি হাসান মিরাজ, মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান