India vs Pakistan: ভারতকে হারিয়ে বিশ্বকাপে পাকিস্তানের কামব্যাক হবে? শোয়েব আখতার বললেন…
T20 World Cup 2024: চলতি টি-২০ বিশ্বকাপে দুই টিমের শুরুটা দুই রকম হয়েছে। রোহিত শর্মার ভারত তাদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়েছে। আর ঠিক উল্টোটা হয়েছে বাবর আজমের পাকিস্তানের সঙ্গে। আমেরিকার কাছে হেরে গিয়েছে পাকিস্তান।

কলকাতা: বাইশ গজে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ— এ কথা শুনলেই দুই দেশের ক্রিকেট প্রেমীরা উত্তেজনার চোরাস্রোতে ভাসেন। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফের এক বার আজ রাতে ২২ গজে মুখোমুখি। দুই টিমের টুর্নামেন্টের শুরুটা দুই রকম হয়েছে। ভারত আয়ারল্যান্ডকে হারিয়েছে, তাদের প্রথম ম্যাচে। আর ঠিক উল্টোটা হয়েছে পাকিস্তানের সঙ্গে। আমেরিকার কাছে হেরে গিয়েছে পাকিস্তান। অনেকেই এই পরিস্থিতিতে বলতে শুরু করেছেন, আমেরিকার কাছে বাবররা হারার ফলে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গ্রিন আর্মি কি পারবে কামব্যাক করতে? ভারত-পাকিস্তান ম্যাচের আগে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার কী বললেন এই প্রসঙ্গে? জানুন বিস্তারিত।
টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, ‘এখন কথা উঠতে শুরু করেছে পাকিস্তানের কাছে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে নাকি নেই? আমি বলব বিশ্বাস করো, পাকিস্তানের কাছে সুযোগ রয়েছে। বিশ্বকাপে আমাদের সফর অনেক বার এমনটা হয়েছে। ১৯৯৯ সালের বিশ্বকাপ বাদে প্রতিবারই আমরা বিশ্বকাপে বেশ লড়াই করেছি। যেখানে আমরা ফাইনালে হেরেছিলাম। তবে আমি মনে করি পাকিস্তান এখান থেকে কামব্যাক করতে পারবে। ভারত কঠিন প্রতিপক্ষ। কিন্তু ভারতীয়দের বিরুদ্ধে নামার আগে তোমাদের কি যথেষ্ট অনুপ্রেরণা নেই?’
Countdown Starts For India-Pakistan Clash Tomorrow | #T20WorldCup | #INDvPAK | pic.twitter.com/r4PBIAFbGE
— Shoaib Akhtar (@shoaib100mph) June 8, 2024
দুই দলের ক্রিকেটাররা নিজেরা এই ম্যাচের উত্তেজনার কথা মাঝে মাঝে প্রকাশ করেছেন। বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তানের মতো বড় ম্যাচ। যে কোনও ক্রিকেটারের স্নায়ুর চাপ সামলে রাখা বিরাট কাজ হতে চলেছে। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এক বারই ভারতকে হারাতে পেরেছে পাকিস্তান। এ বার কি ফের সেটাই করে দেখাবে বাবরের গ্রিন আর্মি? তা দেখতে হলে নজর রাখতে হবে আজ ভারতীয় সময় অনুসারে রাত ৮টা থেকে টেলিভিশনের পর্দায়।
