ICC ODI World Cup 2023: বিশ্বকাপের স্বপ্নে ইতি পাকিস্তানের, হারের জন্য দলকে তুলোধনা শোয়েব মালিকের
Shoaib Malik: হারলে একে অপরের দিকে আঙুল তোলা, অধিনায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন, কাদা ছোড়াছুড়ি পাকিস্তান ক্রিকেটে নতুন নয়। তেইশের বিশ্বকাপেও সেই একই ছবি ধরা পড়ছে। এর আগে পাক ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন পাক কিংবদন্তি ওয়াসিম আক্রম। এ বার এই তালিকায় যোগ দিলেন প্রাক্তন পাক অধিনায়ক শোয়েব মালিক। ইংল্যান্ডের কাছে দলের হারের পর, বাবরদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলছেন শোয়েব।

কলকাতা: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023 ) স্বপ্নে ইতি পাকিস্তানের। শেষে এসেও ভাগ্য়ের চাকা ঘুরল না বাবর আজমদের। ইংল্য়ান্ডের কাছে হেরে শেষ হল তেইশের বিশ্বকাপের সফর। এর আগে এশিয়া কাপেও ব্যর্থ পাকিস্তান। তার আগে থেকেই পাক ক্রিকেটে চলছে চাপান-উতোর। বিশ্বকাপে দলের পারফরম্যান্সের জন্য ক্রিকেটারটের দুষছেন সিনিয়ররা। বিদায়বেলাতেও বাবরদের কাঠগড়ায় দাঁড় করাতে ছাড়লেন প্রাক্তন পাক অধিনায়ক। দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলছেন শোয়েব মালিক। কী বলছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
হারলে একে অপরের দিকে আঙুল তোলা, অধিনায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন, কাদা ছোড়াছুড়ি পাকিস্তান ক্রিকেটে নতুন নয়। তেইশের বিশ্বকাপেও সেই একই ছবি ধরা পড়ছে। এর আগে পাক ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন পাক কিংবদন্তি ওয়াসিম আক্রম। এ বার এই তালিকায় যোগ দিলেন প্রাক্তন পাক অধিনায়ক শোয়েব মালিক। ইংল্যান্ডের কাছে দলের হারের পর, বাবরদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলছেন শোয়েব। তাঁর কথায়, “যে কোনও খেলার আসল হল প্লেয়ারদের ফিটনেস। শারীরিক ও মানসিকভাবে চাপ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়।” আর এই ব্যাপারে পাক ক্রিকেটাররা কতটা সক্ষম তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। আর বিশ্বকাপে এক প্রান্ত থেরে আর এক প্রান্তে উড়ে যাওয়ার জন্য ফিটনেস নিয়ে কোনও সমস্য়া হওয়ার কথা বলেও মনে করছেন না শোয়েব। এটা অজুহাত ছাড়া আর কিছু না বলেই তাঁর মত।
যদি সফরের কথা বলতেই হয়, তাহলে ভারত আরও বেশি জার্নি করেছে। এই বিষয়ে শোয়েব বলছেন, “ট্রাভেলিং তো একটা ছুঁতো। সবাই করছে। তাকিয়ে দেখুন গোটা দেশ ঘুরছে। তার সঙ্গে ফিটনেস বা পারফরম্যান্সের কোনও সম্পর্ক নেই। আর যদি তাই-ই হয়, তাহলে ভারতীয় টিমের সফর তালিকা দেখুন। ওরা তো পেস বা সুইংয়ে ব্যর্থ হয়নি পাকিস্তানের মতো।”





