Shreyas Iyer: আর টেস্ট নয়, টি-টোয়েন্টিতেই ফোকাস করতে হবে শ্রেয়স আইয়ারকে!

Sep 24, 2024 | 8:29 AM

দলীপে বার বার দেখা গিয়েছে শর্ট পিচ ডেলিভারিতে সমস্যায় পড়েছেন শ্রেয়স আইয়ার। এ বার শ্রেয়স হয়তো ফোকাস করবেন বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে জায়গা করে নেওয়ার।

Shreyas Iyer: আর টেস্ট নয়, টি-টোয়েন্টিতেই ফোকাস করতে হবে শ্রেয়স আইয়ারকে!
টেস্টের দরজা খোলা শ্রেয়সের জন্য খুব কঠিন, ফোকাস করতে হবে টি-২০তেই!
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: সদ্য শেষ হওয়া দলীপ ট্রফিতে সেই অর্থে দাগ কাটতে পারেননি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তাঁর দল তৃতীয় রাউন্ডের শেষ ম্যাচ জিতেছে। কিন্তু তিনি ব্যাট হাতে সেই অর্থে সফল হননি। ইন্ডিয়া-ডি টিমের হয়ে দলীপে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়স। ক্রিকেট মহলে বলা হচ্ছিল সেখানে ভালো পারফর্ম করলে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট টিমে ডাক পাবেন। কিন্তু তেমনটা হয়নি। বাংলাদেশ টেস্ট সিরিজ শেষ হওয়ার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ রয়েছে। কিন্তু লাল বলের ক্রিকেটে শ্রেয়সের বর্তমান যে ফর্ম, তাতে হয়তো ভারতীয় টেস্ট টিমের দরজা এখন তাঁর জন্য খুলবে না।

এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় টেস্ট টিমের ব্যাটিং লাইন আপ বেশ শক্তিশালী। শ্রেয়স ৪ বা ৫ এ খেলেন। সেখানে ভারতের টেস্ট টিমে এক থেকে আট নম্বর জায়গা কার্যত সিল হয়ে রয়েছে। ওপেনিংয়ে রোহিত, যশস্বী। তিনে শুভমন, চারে বিরাট, পাঁচে পন্থ, ছয়ে রাহুল, সাতে জাডেজা এবং আটে অশ্বিন। আর ভারতীয় টিমের বর্তমান যা পরিস্থিতি, তাতে রোহিত-বিরাট আরও ২টো বছর খেলবেন ধরে নেওয়াই যায়। তাঁরা এখন টেস্টে না খেললে শ্রেয়সের জন্য রাস্তা খানিকটা সহজ হতে পারত। কিন্তু সেই সম্ভবনা এখনই নেই।

টেস্টে পন্থের বিকল্প হিসেবে ধ্রুব জুরেলও লাইনে রয়েছেন। এ ছাড়া ভারতের ব্যাটিং লাইন আপে ৪, ৫, ৬ যে কোনও পজিশনে ব্যাট করার জন্য তৈরি সরফরাজ খান। ফলে মিডল অর্ডারে প্রতিযোগিতা অনেক বেশি। সেখানে ভালো পারফরম্যান্স না তুলে ধরতে পারলে, টিমে জায়গা পাওয়া খুব কঠিন। শুধু তাই নয়, শ্রেয়সের শর্ট পিচ ডেলিভারি খেলতে না পারাটাও লাল বলের ক্রিকেটে নিজের জায়গা পাকা না করার অন্যতম একটা কারণ। দলীপে বার বার দেখা গিয়েছে শর্ট পিচ ডেলিভারিতে সমস্যায় পড়েছেন তিনি। এ বার শ্রেয়স হয়তো ফোকাস করবেন বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে জায়গা করে নেওয়ার। হতে পারে সাদা বলের ক্রিকেটেই তাঁকে নিয়মিত দেখা যেতে পারে। অবশ্য উত্তর সময়ই দেবে।

Next Article