Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shreyas Iyer: শ্রেয়স লাকি চার্ম… IPL শুরুর আগে PBKS ক্যাপ্টেনকে কে দিলেন দরাজ সার্টিফিকেট?

PBKS, IPL 2025: প্রীতির পঞ্জাব কিংসের এ বারের আইপিএল সফর শুরু হবে ২৫ মার্চ। তার আগে নেতা শ্রেয়সকে লাকি চার্ম বলছেন একজন। কে তিনি?

Shreyas Iyer: শ্রেয়স লাকি চার্ম... IPL শুরুর আগে PBKS ক্যাপ্টেনকে কে দিলেন দরাজ সার্টিফিকেট?
শ্রেয়স লাকি চার্ম... IPL শুরুর আগে PBKS ক্যাপ্টেনকে কে দিলেন দরাজ সার্টিফিকেট?Image Credit source: X
Follow Us:
| Updated on: Mar 18, 2025 | 1:30 PM

কলকাতা: ক্রিকেট প্রেমীদের ভরপুর বিনোদন দিতে আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি কেকেআর ও আরসিবি। গত বছর কেকেআরকে ক্যাপ্টেন বানিয়েছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সেই তাঁকে এ বার দেখা যাবে পঞ্জাব কিংসের (Punjab Kings) জার্সিতে। নতুন দলে গিয়ে ক্যাপ্টেন্সির দায়িত্বই পেয়েছেন শ্রেয়স। প্রীতির পঞ্জাবের এ বারের আইপিএল সফর শুরু হবে ২৫ মার্চ। তার আগে নেতা শ্রেয়সকে লাকি চার্ম বলছেন টিমেরই এক তারকা।

টাইমস অব ইন্ডিয়ায় এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে পঞ্জাব কিংসের ওপেনার প্রভসিমরন সিং বলেছেন, “শ্রেয়স আইয়ার একজন অসাধারণ নেতা। পঞ্জাব প্রথম বার আইপিএল জেতার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। আমি নিশ্চিত শ্রেয়স দলে আসায় সেই অপেক্ষার অবসান ঘটবে। ও আমাদের জন্য লাকি চার্ম হতে চলেছে।”

এই খবরটিও পড়ুন

প্রভসিমরন সিং আইপিএলে শিখর ধাওয়ানের নেতৃত্বে দীর্ঘদিন খেলেছেন। কিন্তু তিনি আশাবাদী নতুন মরসুমে পঞ্জাব নতুন উদ্যোগে খেলবে এবং ট্রফি জিততে প্রাণপন লড়াই করবে। তিনি বলেন, “আমাদের নতুন দলটা বেশ শক্তিশালী লাগছে। আমরা একে অপরকে সাহায্য করতে চাই। নিজেদের ভাগ্য ফেরাতে চাই। এবং টিমকে প্রথম ট্রফি এনে দিতে চাই। আমি শিখর পাজির অধীনে প্রচুর ক্রিকেট খেলেছি। তিনি বরাবর আমাকে সমর্থন করেছেন। প্রচুর ব্যাটিং টিপস দিয়েছেন। নিজে ওপেনার ছিলেন বলে, আলাদা করে আমাকে গুরুত্বপূর্ণ তথ্য দিতেন। বলতেন, ‘দলের হয়ে শুরুটা ভালো করবে।’ আমি সেই চেষ্টাটাই করে যাই।”