Shubman Gill: গিল তৃতীয় বিকল্প… ভারতের নতুন টেস্ট ক্যাপ্টেনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য বীরুর!
India Team Test Captain: টেস্ট টিমের নতুন ক্যাপ্টেন হয়েছেন তিনি। তাও বিতর্ক থামছে না। কেউ তাঁকে তৃতীয় পছন্দ, কেউ বা আবার দ্বিতীয় পছন্দ হিসেবে তুলে ধরেছেন শুভমন গিলকে। যার অর্থ হল, গিলকে ঘিরে বিতর্ক থামছে না।

কলকাতা: টেস্ট টিমের নতুন ক্যাপ্টেন হয়েছেন তিনি। তাও বিতর্ক থামছে না। কেউ তাঁকে তৃতীয় পছন্দ, কেউ বা আবার দ্বিতীয় পছন্দ হিসেবে তুলে ধরেছেন শুভমন গিলকে। যার অর্থ হল, গিলকে ঘিরে বিতর্ক থামছে না। বলা হচ্ছে, জসপ্রীত বুমরাকেই করা উচিত ছিল ক্যাপ্টেন। কিন্তু তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন থাকায়, টানা টেস্ট খেলার ধকল নিতে পারবেন না বলেই নেতা করা যায়নি। কিন্তু শুভমনকে নেতা করার আগে ঋষভ পন্থকে বিবেচনা করা উছিত ছিল বোর্ডের। আর কেউ নন, এমনটা মনে করছেন বীরেন্দ্র সেওয়াগ। একই কথা বলছেন মনোজ তিওয়ারিও।
বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারি প্রথমে বলেছেন, ‘আমার মনে হয়, শুভমন দ্বিতীয় পছন্দ ছিল নির্বাচকদের। এমন কাউকে কীভাবে ক্যাপ্টেন করা যায়, যে প্রথম একাদশেই আসে না? আমার তো মনে হয়, নির্বাচকরা ভেবেছিলেন, বুমরাকে বাদ দিলে কে হতে পারে দ্বিতীয় বিকল্প। সেই কারণেই শুভমন ক্যাপ্টেন হয়েছে।’
মনোজ যা বলেছেন, তার থেকে আবার একধাপ এগিয়ে গিয়ে মন্তব্য করেছেন বীরু। তাঁর কথায়, ‘একটা সিরিজের ক্যাপ্টেন হওয়ার জন্য বুমরা ঠিক আছে। কিন্তু বছরে যদি ১০টা টেস্ট খেলা হয়, তা হলে কি ও ক্যাপ্টেন্সি করার মতো জায়গায় থাকবে? সব ম্যাচ খেলতে পারবে? এটাই বুমরাকে ক্যাপ্টেন করার ক্ষেত্রে মেজর ফ্যাক্টর হয়ে গিয়েছিল। সে দিক থেকে দেখলে শুভমনকে ক্যাপ্টেন করা সঠিক সিদ্ধান্ত। কারণ, ওরা বুমরার উপর চাপ তৈরি করতে চায়নি। কিন্তু মনোজ বলেছে গিল দ্বিতীয় বিকল্প ছিল। আমার তা মনে হয় না। আমার তো মনে হয় নির্বাচকদের কাছে ঋষভ পন্থ ছিল দ্বিতীয় বিকল্প ছিল। গিল ছিল তৃতীয় বিকল্প।’
পন্থকেই টেস্ট টিমের ক্যাপ্টেন করা উচিত ছিল, এমনই মনে করছেন সেওয়াগ। তাঁর মন্তব্য, ‘পন্থ টেস্টে যা করেছে, অন্য কোনও প্লেয়ার করেনি। বিরাট কোহলির পর ক্রিকেট ভক্তদের কেউ যদি টেস্টমুখী করে তুলতে পারে, সে পন্থ ছাড়া আর কেউ নয়। কিন্তু দুর্ঘটনার পর ক্রিকেটে ফিরে পন্থ সেভাবে পারফর্ম করতে পারেনি। যে কারণে ওকে ভাইস ক্যাপ্টেন বাছা হয়েছে। নির্বাচকদের মাথায় নিশ্চয়ই এই ভাবনা থাকছে, পন্থ যদি ফর্মে ফিরে আসে, ওকে ভারতীয় টেস্ট টিমের ভবিষ্যেতের ক্যাপ্টেন করা যেতে পারে।’
