Indian Cricket: চ্যাম্পিয়ন্স ট্রফিতেই কি শুরু প্রোজেক্ট ‘শুভ’? ইঙ্গিত তেমনই…
ICC Champions Trophy India Squad: সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ঘরের মাঠে জোড়া সিরিজ রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ান ডে খেলবে ভারতীয় দল। প্রোজেক্ট 'শুভ' কি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই শুরু? ইঙ্গিত কিন্তু তেমনই।
ভারতীয় ক্রিকেটে আপাতত সব কিছু শুভ হোক, সেটাই প্রত্যাশা। গত বছরের শুরুর দিকটা যেমন দুর্দান্ত হয়েছিল, শেষটা তেমনই হতাশায়। ঘরের মাঠে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ক্লিন সুইপ। এরপর বর্ডার-গাভাসকর ট্রফিতে ১-৩ ব্য়বধানে হার। এই প্রথম বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে ব্যর্থ ভারত। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ঘরের মাঠে জোড়া সিরিজ রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ান ডে খেলবে ভারতীয় দল। প্রোজেক্ট ‘শুভ’ কি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই শুরু? ইঙ্গিত কিন্তু তেমনই।
রোহিত শর্মার পর ভারতের ক্য়াপ্টেন কে হবেন? এই নিয়ে প্রশ্ন বিস্তর। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। সব কিছু ঠিক থাকলে টি-টোয়েন্টিতে ক্যাপ্টেন থাকবেন সূর্যকুমার যাদবই। যদিও দীর্ঘ ফরম্যাটে নিয়মিত হয়ে উঠতে পারেননি স্কাই। রোহিত পরবর্তী সময়ে ওয়ান ডে এবং টেস্টে ক্যাপ্টেনের ভাবনায় রয়েছেন জসপ্রীত বুমরাও। কিন্তু এই বিষয় নিয়ে গুরুতর সমস্য়াও রয়েছে। ওয়ার্কলোড। অস্ট্রেলিয়র মাটিতে পাঁচটি টেস্টেই খেলেছেন বুমরা। দুটোয় ক্য়াপ্টেনও ছিলেন। সিডনি টেস্টে চোট পেয়ে মাঝ পথেই ছাড়তে হয়।
ইংল্য়ান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার ডেপুটি করা হয়েছে শুভমন গিলকে। মনে হতেই পারে এ আর নতুন কী! গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই জিম্বাবোয়েতে টিম পাঠানো হয়েছিল শুভমনের নেতৃত্বে। গৌতম গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট অর্থাৎ গত জুলাইতে শ্রীলঙ্কা সফরেও ওয়ান ডে রোহিতের ডেপুটি ছিলেন শুভমনই। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আইসিসি টুর্নামেন্টে তাঁকে ভাইস ক্যাপ্টেন করা সাধারণ বিষয় নয়। ২০২৭ সালে ওয়ান ডে বিশ্বকাপ। মনে করা হচ্ছে, সে কথা ভেবেই ক্য়াপ্টেন হিসেবে তৈরি করা হচ্ছে শুভমন গিলকে।
এই খবরটিও পড়ুন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গত মরসুমে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়েছেন। আগামী সংস্করণেও শুভমনই নেতা। এ বার ভারতের ওয়ান ডে ক্রিকেটেও যেন শুরু হয়ে প্রোজেক্ট শুভমন। নেতৃত্ব এবং ব্যাটিংয়ের চাপ সামলে দিতে পারলে ২০২৭ বিশ্বকাপে শুভমনকেই নেতা হিসেবে দেখা যেতে পারে।