Shubman on Rohit: যা কিছু শিখেছি… রোহিতের টেস্ট অবসরে কী বলছেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স গিল?

রোহিতের থেকে প্রচুর তরুণ ক্রিকেটার অনেক কিছু শিখেছেন। সেই তালিকায় রয়েছেন শুভমনও। রোহিতের টেস্ট থেকে অবসরের পর গিল ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান নিয়ে বলার পাশাপাশি তাঁর থেকে শেখার কথাও তুলে ধরেছেন।

Shubman on Rohit: যা কিছু শিখেছি... রোহিতের টেস্ট অবসরে কী বলছেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স গিল?
যা কিছু শিখেছি... রোহিতের টেস্ট অবসরে কী বলছেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স গিল?Image Credit source: Gareth Copley/Getty Images

May 08, 2025 | 7:50 PM

কলকাতা: সকলকে চমকে দিয়ে আচমকা টেস্ট ক্রিকেট থেকে আবসর নিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। বুধবার বিকেলে নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে সেই ঘোষণা করেন রোহিত। জুন মাসে ভারতীয় ক্রিকেট টিম ইংল্যান্ড সফরে যাবে। সেই টেস্ট সিরিজের আগে ভারতীয় দলের ক্যাপ্টেন কে হবে, তা নিয়ে জোর জল্পনা চলছিল। ভারতীয় দল চাইছে নতুন কাউকে ক্যাপ্টেনের দায়িত্ব দিতে। যদিও রোহিত ক্যাপ্টেনের দায়িত্বে থাকার ইচ্ছে প্রকাশ করেছিলেন। তাও বোর্ড তা নিয়ে বেশি ভাবেনি। তরুণ তুর্কি শুভমন গিলকে (Shubman Gill) ক্যাপ্টেন করার কথাও বোর্ডের মাথায় রয়েছে। ওডিআই ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক গিল। তাঁকেই কি দেশের স্থায়ী টেস্ট অধিনায়ক হিসেবে দেখা যাবে শুভমনকে? এ বার রোহিতের অবসরের পর মুখ খুললেন শুভমন। কী বলছেন টিম ইন্ডিয়ার সম্ভব্য টেস্ট ক্যাপ্টেন?

রোহিতের থেকে প্রচুর তরুণ ক্রিকেটার অনেক কিছু শিখেছেন। সেই তালিকায় রয়েছেন শুভমনও। রোহিতের টেস্ট থেকে অবসরের পর গিল ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান নিয়ে বলার পাশাপাশি তাঁর থেকে শেখার কথাও তুলে ধরেছেন। ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছে, রোহিতের টেস্ট অবসরের পর গিলই ভারতের সম্ভাব্য ক্যাপ্টেন। এই আবহে ইন্সটাগ্রাম স্টোরিতে গিল একটি বার্তা শেয়ার করেছেন। যেখানে উল্লেখ করেছেন, রোহিত তাঁর সতীর্থ এবং প্রতিপক্ষ উভয়ের জন্যই “অনুপ্রেরণা”।

ইন্সটা স্টোরিতে গিল লেখেন, ‘টেস্ট ক্রিকেটে প্লেয়ার এবং অধিনায়ক হিসেবে ভারতকে তুমি যা দিয়েছো, তা অনবদ্য। আমার জন্য তুমি বড় অনুপ্রেরণা। শুধু তাই নয়, যাঁরা তোমার সঙ্গে খেলেছে এবং যাঁরা তোমার বিরুদ্ধে খেলেছে, তাঁরাও এটাই মনে করে। তোমার কাছ থেকে যা কিছু শিখেছি আমি, সেগুলো আজীবন মনে রাখব। অবসর জীবন ভালো কাটুক। একজন অন্যতম সেরা অধিনায়ক তুমি। তোমার নেতৃত্বে আমি খেলতে পেরেছি। ধন্যবাদ ক্যাপ!’

রোহিতকে নিয়ে শুভমনের ইন্সটা স্টোরি। (ছবি-শুভমন গিল ইন্সটাগ্রাম)