IND vs NZ: বেঙ্গালুরু টেস্টে চোটে নেই শুভমন, শিকে ছিঁড়ল সরফরাজ খানের

India vs New Zealand, 1st Test: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বেঙ্গালুরু টেস্টে খেলা হচ্ছে না শুভমন গিলের (Shubman Gill)।

IND vs NZ: বেঙ্গালুরু টেস্টে চোটে নেই শুভমন, শিকে ছিঁড়ল সরফরাজ খানের
IND vs NZ: বেঙ্গালুরু টেস্টে চোটে নেই শুভমন, শিকে ছিঁড়ল সরফরাজ খানেরImage Credit source: PTI FILE

Oct 17, 2024 | 9:53 AM

কলকাতা: বেঙ্গালুরু টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে ধুরে গিয়েছিল। দ্বিতীয় দিন নির্ধারিত সময়ে টস হয়েছে। ম্যাচও শুরু হয়েছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বেঙ্গালুরু টেস্টে খেলা হচ্ছে না শুভমন গিলের (Shubman Gill)। টসের পর রোহিত জানান, ঘাড়ে ব্যথার কারণে এই টেস্টে খেলা হচ্ছে না তাঁর। বোর্ডের পক্ষ থেকেও অফিসিয়াল বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। শুভমনের জায়গায় কিউয়িদের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টে একাদশে সুযোগ পেয়েছেন সরফরাজ খান (Sarfaraz Khan)। তিনে নামার সম্ভবনা রয়েছে লোকেশ রাহুলের।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে টস জিতে রোহিত বলেন, ‘কয়েকদিন ধরে পিচ কভারে ঢাকা ছিল। বুঝতে পারছি শুরুটা একটু কঠিন হবে। সেটা মাথায় রয়েছে। আমরা স্কোরবোর্ডে বেশ কিছু রান জুড়তে চাই। একটা দিন নষ্ট হয়েছে, যেটা খারাপ হল। খেলার জন্য আর চারটে দিন রয়েছে। আর এই চারদিনে অনেক কিছু হতে পারে। শেষ কয়েকটা টেস্টে আমরা ভালো খেলেছি। সেখান থেকে আত্মবিশ্বাস জড়ো করে এই সিরিজ খেলছি। শুভমন গিল একাদশে নেই। সরফরাজ খান সুযোগ পেয়েছে। আকাশদীপের জায়গায় একাদশে এসেছে কুলদীপ যাদব।’

বেঙ্গালুরুতে টসের পর কিউয়ি অধিনায়ক টম ল্যাথাম বলেন, ‘আমরাও প্রথমে ব্যাটিং করতাম। উইকেট তিনদিন ধরে কভারে ঢাকা ছিল। টেস্ট ম্যাচটা শক্ত হতে চলেছে। শ্রীলঙ্কা সফর থেকে এগিয়ে এসেছি আমরা। তবে প্রস্তুতি খুব একটা ভালো হয়নি। আমরা আউটডোর অনুশীলনের বেশি সুযোগ পাইনি।’