AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Steve Smith: গুজরাট টাইটান্সে উইলিয়ামসনের পরিবর্ত স্টিভ স্মিথ!

Gujarat Titans: সম্প্রচারকারী চ্য়ানেলে ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ক্রিকেট বিশেষজ্ঞ সঞ্জয় মঞ্জরেকর নিজের মত প্রকাশ করেন। সেখানেই তিনি জানিয়েছেন, স্মিথকে নিতে পারে গুজরাট টাইটাইন্স।

Steve Smith: গুজরাট টাইটান্সে উইলিয়ামসনের পরিবর্ত স্টিভ স্মিথ!
Image Credit: twitter, FILE
| Edited By: | Updated on: Apr 02, 2023 | 7:15 AM
Share

মুম্বই : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ বারের উদ্বোধনী ম্য়াচে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে গুজরাট টাইটান্স। গত বারের চ্য়াম্পিয়ন তারা। ম্য়াচ জিতলেও অস্বস্তি বাড়িয়েছে কেন উইলিয়ামসনের চোট। বাউন্ডারি লাইনে ক্য়াচ নেওয়ার চেষ্টায় অনেকটা লাফিয়েছিলেন উইলিয়ামসন। দু রান বাঁচালেও বেকায়দায় পড়েন উইলিয়ামসন। সাইডলাইডে তাঁর চিকিৎসার পরই আন্দাজ করা গিয়েছিল চোট গুরুতর। কেন উইলিয়ামসনের পরিবর্তে ইমপ্য়াক্ট প্লেয়ার হিসেবে সাই সুদর্শনকে নামায় গুজরাট টাইটান্স। উইলিয়ামসনের খেলা নিয়ে ব্য়াপক ধোঁয়াশা রয়েছে। মনে করা হচ্ছে, এ বারের মতো আইপিএল সফর শেষ ‘ফ্যাব ফোর’-র একজন কেন উইলিয়ামসনের। সেক্ষেত্রে গুজরাট টাইটান্স কাকে সই করাবে! এখানেই নাম ভাসছে স্টিভ স্মিথের। তিনিও ফ্য়াব ফোর-এর অংশ। আদৌ কি স্মিথের পক্ষে যোগ দেওয়া সম্ভব হার্দিক পান্ডিয়ার দলে? বিস্তারিত TV9Bangla-য়।

কয়েক দিন আগেই আইপিএলে প্রত্য়াবর্তনের কথা ঘটা করে জানিয়েছিলেন স্টিভ স্মিথ। প্রাথমিক ভাবে খোলসা করেননি কোন ভূমিকায়। অনুমান ছিল, ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে। শেষ অবধি ক্রিকেট এক্সপার্ট হিসেবে যোগ দিয়েছেন সম্প্রচারকারী চ্য়ানেলে। নতুন ভূমিকায় অভিষেক হয়েছে স্টিভ স্মিথের। তবে এই ভূমিকা থেকে আবারও কি বাইশ গজে দেখা যাবে তাঁকে! ২০২১ সালে শেষ বার আইপিএলে খেলেছিলেন এই অজি ব্য়াটার। বর্ডার-গাভাসকর ট্রফি এবং ওডিআই সিরিজ খেলতে ভারতে এসেছিলেন স্মিথ। তাঁর নেতৃত্বে ওডিআই সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। আইপিএলের সম্প্রচারকারী চ্য়ানেলের সঙ্গে চুক্তি হওয়ায় দেশে ফেরেননি। তাঁর সতীর্থরা অবশ্য় আইপিএলে খেলছেন। নিলামেও অংশ নেননি স্মিথ। তাহলে কি স্মিথ ক্রিকেটার হিসেবে আইপিএলে ফিরছেন!

সম্প্রচারকারী চ্য়ানেলে ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ক্রিকেট বিশেষজ্ঞ সঞ্জয় মঞ্জরেকর নিজের মত প্রকাশ করেন। সেখানেই তিনি জানিয়েছেন, স্মিথকে নিতে পারে গুজরাট টাইটাইন্স। সঞ্জয় মঞ্জরেকরের কথায়, ‘আমার মতে এটাই দারুণ সিদ্ধান্ত হবে। টাইটান্সের প্রত্যাশা পূরণ করার জন্য় যোগ্য় প্লেয়ার স্মিথ। পাশাপাশি ইমপ্য়াক্ট প্লেয়ারের নিয়মের দিক থেকেও ওকে নানা ভাবে কাজে লাগানো যেতে পারে।’ ভারতের বিরুদ্ধে সিরিজে স্মিথের ক্য়াপ্টেন্সিও মুগ্ধ করেছে সঞ্জয় মঞ্জরেকরকে। হার্দিক পান্ডিয়ার কি নেতৃত্বে কোনও সহযোগিতা প্রয়োজন!

স্টিভ স্মিথ অবশ্য় আইপিএলে ক্রিকেটার হিসেবে যোগ দেওয়া প্রসঙ্গে খুব বেশি আগ্রহ দেখাচ্ছেন না। সম্প্রচারকারী চ্য়ানেলে বলেছেন, ‘আমি খেলার যোগ্য় কিনা, এ বিষয়ে কোনও ধারনা নেই। আমি নিলামেও যোগ দিইনি। সে কারণেই মনে হচ্ছে, আমার কোনও সম্ভাবনা নেই। দেখা যাক, আগামী বছর কী হয়।’