AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Smriti Mandhana: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিমে ভারতীয় ক্রিকেটের কুইন স্মৃতি মান্ধানা

WBBL Adelaide Strikers: অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপরই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ রয়েছে ভারতের। উইমেন্স বিগ ব্যাশও শুরু হচ্ছে অক্টোবরেই। ফলে শুরুর দিকের কয়েক ম্যাচে স্মৃতি মান্ধানাকে পাওয়ার সম্ভাবনা কম। বিগ ব্যাশ ফাইনাল ১ ডিসেম্বর। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ রয়েছে ভারতের।

Smriti Mandhana: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিমে ভারতীয় ক্রিকেটের কুইন স্মৃতি মান্ধানা
Image Credit: X
| Updated on: Aug 27, 2024 | 12:08 PM
Share

উইমেন্স বিগ ব্যাশ লিগে অন্যতম স্টার প্লেয়ার ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা। এর আগে ব্রিসবেন হিট, সিডনি থান্ডার এবং হোবার্ট হারিকেনের হয়ে খেলেছেন স্মৃতি মান্ধানা। নতুন মরসুম তিনি খেলবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে। দীর্ঘ সময় ধরেই স্মৃতি মান্ধানাকে দলে নিতে মুখিয়ে ছিল অ্যাডিলেড। অবশেষে তারা দলে পেল ভারতীয় ক্রিকেটের কুইনকে। যদিও স্মৃতি মান্ধানাকে সব ম্যাচেই পাওয়া যাবে কিনা নিশ্চয়তা নেই।

অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপরই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ রয়েছে ভারতের। উইমেন্স বিগ ব্যাশও শুরু হচ্ছে অক্টোবরেই। ফলে শুরুর দিকের কয়েক ম্যাচে স্মৃতি মান্ধানাকে পাওয়ার সম্ভাবনা কম। বিগ ব্যাশ ফাইনাল ১ ডিসেম্বর। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ রয়েছে ভারতের। মূলত এই সিরিজের প্রস্তুতি সারাই লক্ষ্য থাকবে ভারতের ভাইস ক্যাপ্টেন স্মৃতি মান্ধানার। গত মরসুমে উইমেন্স প্রিমিয়ার লিগে স্মৃতি মান্ধানার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্মৃতিকে নিয়ে বিগ ব্যাশের টিমগুলোর মধ্যে লড়াই হবে এটাই প্রত্যাশিত ছিল।

স্মৃতিকে টিমে পেয়ে উচ্ছ্বসিত অ্যাডিলেড স্ট্রাইকারের ক্যাপ্টেন তাহিলা ম্যাকগ্রা। বলছেন, ‘উত্তেজিত শব্দটাও কম বলা হবে। স্মৃতিকে গত কয়েক বছর ধরেই টিমে নেওয়ার চেষ্টা করেছি। ওর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। অবশেষে…। ওর ব্যাটিং অবিশ্বাস্য। যে কোনও সময় প্রতিপক্ষর থেকে ম্যাচ ছিনিয়ে নিতে পারে। ওর ব্যাটিং দেখা চোখেরও শান্তি।’

অ্যাডিলেড স্ট্রাইকারের আইকন প্লেয়ার মেগান শুটও উচ্ছ্বসিত স্মৃতি মান্ধানাকে টিমে পেয়ে। বলছেন, ‘ওকে টিমে নিতে পড়ে থাকতে হয়েছে। ওকে দ্য হান্ড্রেড টুর্নামেন্টেও খেলতে দেখেছি। বন্ধুত্বটা আগে থেকেই। ওর সঙ্গে আরসিবি-তে খেলার সুযোগ হয়েছে। আমাদের কোচ লুকের কোচিং স্টাইলের সঙ্গেও পরিচিত স্মৃতি।’

ভারতের সিনিয়র মহিলা টিমের নানা সাফল্য। টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারানোই হোক বা বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজ। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন স্মৃতি মান্ধানা। তবে একটা বড় আক্ষেপ এখনও রয়েছে। আইসিসি ট্রফি। অক্টোবরে আরব আমির শাহিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে ফাইনালে উঠলেও ট্রফি জেতা হয়নি। সেই আক্ষেপ পূরণই লক্ষ্য স্মৃতি মান্ধানা এবং ভারতীয় দলের।