বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে হারের হতাশা কাটছে না। এ দিন ফের হার মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন হারবার ডায়মন্ডসের। সেমির সম্ভাবনা আগেই কার্যত শেষ হয়ে গিয়েছিল। টানা আধডজন হারে এ বার সরকারি ভাবেই সেমিফাইনালের দৌড় শেষ। কোনও পয়েন্টই আসেনি মনোজদের ঝুলিতে। হারবার ডায়মন্ডসকে হারিয়ে প্রথম দল হিসেবে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে সেমিফাইনাল নিশ্চিত করল সোবিস্কো স্মাশ্যার্স মালদা। দলকে সেমিফাইনালে পৌঁছে দিতে এ দিন হারবারের বিরুদ্ধে অনবদ্য পারফরম্যান্স অলরাউন্ডার ঋত্বিক চট্টোপাধ্যায়ের। মরিয়া চেষ্টা করলেও মাত্র ২ রানে হার মনোজদের।
ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করে স্ম্যাশার্স মালদা। অলরাউন্ডার ঋত্বিক চট্টোপাধ্যায় ২১ বলে ৩৭ রান করেন। ব্যাট হাতে ঝড় তোলেন অয়ন ভট্টাচার্য। মাত্র ১০ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস তাঁর। এ ছাড়াও কার্যকর ইনিংস ঋতম পোড়েলের। ৩১ বলে ৩৬ রান তাঁর। হারবারের হয়ে দুটি করে উইকেট অনুরাগ তিওয়ারি ও শুভম সরকারের। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রান করে মালদা।
বিশাল রানের টার্গেট। মনোজ তিওয়ারি আগের ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। এই ম্যাচে অবশ্য ৮ রানে আউট মনোজ। ৮ ওভারের মধ্যেই ৪৭ রানে অর্ধেক টিম আউট। এখান থেকেও মরিয়া চেষ্টা করে হারবার ডায়মন্ডস। কঠিন পরিস্থিতিতে ২০ বলে ৪২ রানের বিধ্বংসী ইনিংস পুনিশ মেহতার। তাতেও অবশ্য জয় এল না। ৯ উইকেটে ১৭১ রানেই আটকে যায় তারা। মালদার হয়ে দুটি করে উইকেট রমেশ প্রসাদ ও গীত পুরির। ছয় ম্যাচে পাঁচটি জয়, ১০ পয়েন্ট নিয়ে সেমিফাইনালও নিশ্চিত।