Sourav Ganguly: নতুন দুনিয়ায় পা মহারাজের, রেসিং ফেস্টিভ্যালে টিম কিনলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) মোটর রেসিং দুনিয়ায় পা রাখলেন। মহারাজ সেখানে একটি টিম কিনেছেন। এ বারের ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যালে সৌরভের টিমকে পারফর্ম করতে দেখা যাবে।

কলকাতা: ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যাল (Indian Racing Festival) হল ভারতের এক মোটরস্পোর্টস ইভেন্ট। এই ইভেন্টের তৃতীয় মরসুম শুরু হতে চলেছে। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এ বার এই রেসিং দুনিয়ায় পা রাখলেন। মহারাজ সেখানে একটি টিম কিনেছেন। এ বারের ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যালে সৌরভের টিমকে পারফর্ম করতে দেখা যাবে। তাঁর টিমের নাম কী? কলকাতা রয়্যাল টাইগার্স রেসিং টিম।
রেসিং প্রোমোশনস প্রাইভেট লিমিটেড এই ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যালের ডিজাইন করেছে। ভারতের মোটরস্পোর্টস ফ্যানদের জন্য এই ইভেন্ট এক উৎসবের মতো। হাই স্পিড অ্যাকশনে ভরপুর এই ইভেন্ট। এ বছর মোট আটটি টিম ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যালে অংশ নিচ্ছে। এই টিমগুলো হল — কলকাতা, হায়দরাবাদ বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, গোয়া, কোচি ও আহমেদাবাদ। এ বছরের অগস্ট থেকে নভেম্বর অবধি চলবে এই ইভেন্ট। সেখানে প্রথম বার অংশ নেবে সৌরভের কলকাতা।
🚨 | BREAKING: Former cricketer Sourav Ganguly named as the ‘Team Owner’ of the newly announced ‘Kolkata Royal Tigers’ team.#IRL #IndianRacingLeague #Formula4India pic.twitter.com/fOu2j3tAl8
— Desi Racing Co. (@DesiRacingco) July 11, 2024
রেসিং ফেস্টিভ্যালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের লগ্নির ফলে ভারতে মোটরস্পোর্টসের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে বলেই মনে করছে ক্রীড়া মহল। কলকাতা রেসিং টিম কেনার পর সৌরভ বলেন, ‘ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যালে কলকাতার একটা নতুন সফর হচ্ছে। তার সঙ্গে যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত। মোটরস্পোর্টসের প্রতি আমার বরাবরই আকর্ষণ রয়েছে। আশা করি এই খেলার প্রতি বহু মানুষের আকর্ষণ বাড়বে। কলকাতা রয়্যাল টাইগার্স ইন্ডিয়ান রেসিং টিমের হয়ে আমরা নতুন প্রজন্মকে মোটরস্পোর্টসের প্রতি আগ্রহী করতে পারি।’
🗣️| Sourav Ganguly on joining Indian Racing Festival as a team owner:
“Motorsports has always been a passion of mine while this opportunity not only allows me to contribute to the growth of motorsport in Kolkata but also aligns with my belief in fostering a culture of excellence… pic.twitter.com/8lj4clLVWc
— Desi Racing Co. (@DesiRacingco) July 11, 2024
সৌরভের জন্য কলকাতা জুড়ে গেল মোটর রেসিংয়ের দুনিয়াতে। ভারতীয় রেসিং ফেস্টিভালে টিম যাতে ভালো পারফর্ম করে, সেদিকে নজর মহারাজের।





