Sourav Ganguly: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সৌরভ
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'রাজ্যে বিশ্বমানের একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরি করার লক্ষ্যে রাজ্য সরকারের কাছে জমি চেয়েছিল সিএবি। রাজ্যের তরফে সেই জমিও দেওয়া হয়। কিন্তু ওই জমিতে জলাভূমি থাকায় স্টেডিয়াম তৈরিতে অনেক সমস্যা হচ্ছে। তাই বিকল্প একটি জমির সন্ধান দেওয়ার আর্জি জানিয়েছে সৌরভ।'
কলকাতা: বৃহস্পতিবার বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সামনেই আইপিএলের প্লে অফ অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেন্সে। মে মাসের ২৪ ও ২৫ তারিখ দুটো প্লে অফ হবে ইডেনে। সৌরভের নবান্ন যাওয়া নিয়ে অনেক জল্পনা তৈরি হয়। অনেকে মনে করেন, আইপিএলে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি নেওয়ার জন্যই নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশে করোনা সংক্রমণ আবার মাথাচাড়া দিলেও ক্রিকেট মাঠকে চেনা ছন্দে ফেরাতে চাইছে বিসিসিআই। বেশ কিছুক্ষণ বৈঠক করার পর নবান্ন ছাড়েন মহারাজ। তবে ঠিক কী কারণে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান বোর্ড সভাপতি, তা খোলসা করেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।
সাংবাদিক সম্মেলনের একেবারে শেষ ভাগে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়, নবান্নে সৌরভের দেখা করার কারণ ঠিক কি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যে বিশ্বমানের একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরি করার লক্ষ্যে রাজ্য সরকারের কাছে জমি চেয়েছিল সিএবি। রাজ্যের তরফে সেই জমিও দেওয়া হয়। কিন্তু ওই জমিতে জলাভূমি থাকায় স্টেডিয়াম তৈরিতে অনেক সমস্যা হচ্ছে। তাই বিকল্প একটি জমির সন্ধান দেওয়ার আর্জি জানিয়েছে সৌরভ।’
উল্লেখ্য, বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম তৈরির জন্য ডুমুরজলার কাছে একটি জমি নিয়েছিল সিএবি। কিন্তু অনেক দিন ধরেই সেই কাজ আটকে রয়েছে। ভবিষ্যতে সিএবির অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম তৈরি ভাবনা কতটা কাজে দেয়, তা বলবে সময়।
আরও পড়ুন: East Bengal: জল্পনাই সত্যি, লাল-হলুদে ইভান গঞ্জালেজ