AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আমদাবাদ ফ্র্যাঞ্চাইজির সমস্যা শীঘ্রই আমরা মিটিয়ে ফেলব: সৌরভ

কয়েকদিন আগে শহরে এসে কপিল দেব হার্দিক পান্ডিয়া প্রসঙ্গে মুখ খুলেছিলেন। কপিলের সুরেই সুর মেলালেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ বলেন, 'ফিট হয়ে উঠলে হার্দিক আবারও দলে ফিরবে।'

আমদাবাদ ফ্র্যাঞ্চাইজির সমস্যা শীঘ্রই আমরা মিটিয়ে ফেলব: সৌরভ
সৌরভ গঙ্গোপাধ্যায় (ছবি: টুইটার)
| Edited By: | Updated on: Nov 30, 2021 | 9:39 PM
Share

কলকাতা: দক্ষিণ আফ্রিকায় (South Africa) করোনার নতুন প্রজাতি ওমিক্রন মাথাচাড়া দিয়েছে। ১৭ ই ডিসেম্বর থেকে প্রোটিয়া সফরে খেলতে যাওয়ার কথা ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team)। ওমিক্রন আতঙ্ক মাথাচাড়া দেওয়ায় ভারতের দক্ষিণ আফ্রিকা সফর ঘিরে তৈরি হয়েছে সংশয়। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বলছেন, এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে প্রোটিয়া সফরে খেলতে যেতে কোনো বাধা নেই।

মধ্য কলকাতার এক বেসরকারি হোটেলে একটি লার্নিং অ্যাপ এর উদ্বোধন করতে উপস্থিত হয়েছিলেন বোর্ড প্রেসিডেন্ট (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে এসেই সৌরভ বলেন ভারতের প্রোটিয়া সফরের কথা। তিনি বলেন, ‘হাতে এখনও সময় আছে। আমরা এ বিষয়ে কথা চালাচ্ছি। এখনও পর্যন্ত সিরিজ হচ্ছে। কয়েকদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

একই সঙ্গে ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) প্রশংসা মহারাজের মুখে। কানপুর টেস্টে দ্বিতীয় ইনিংসে দুরন্ত ব্যাটিং করেন বাংলার উইকেটকিপার। সেই ইনিংসের প্রশংসা শোনা যায় সৌরভের গলায়। এদিকে ৪ ডিসেম্বর শহরে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। দীর্ঘ কয়েক বছর বাদে শহরে অনুষ্ঠিত হচ্ছে বোর্ডের এজিএম। তার আগে ৩ তারিখ বোর্ড প্রেসিডেন্ট বনাম বোর্ড সচিব একাদশের প্রদর্শনী ম্যাচে মাঠে নামবেন সৌরভ। এদিন মধ্য কলকাতার এক হোটেলে যেন তারই নেট প্রাক্টিসটা সেরে নিলেন মহারাজ। যদিও তা টেনিস বলে। একটি শিক্ষামূলক বাংলা অ্যাপ লঞ্চের অনুষ্ঠানে এসে আবার ব্যাট হাতে দেখা গেল বোর্ড প্রেসিডেন্টকে।

আইপিলের (IPL) নতুন ফ্র্যাঞ্চাইজি দল আমদাবাদ কে নিয়ে সমস্যা তৈরি হলেও তা মিটে যাওয়ার আশ্বাস দিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এ প্রসঙ্গে তাঁর সাফ জবাব, ‘আমরা ঠিক এই সমস্যা মিটিয়ে নেব।’

কয়েকদিন আগে শহরে এসে কপিল দেব হার্দিক পান্ডিয়া প্রসঙ্গে মুখ খুলেছিলেন। কপিলের সুরেই সুর মেলালেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ বলেন, ‘ফিট হয়ে উঠলে হার্দিক আবারও দলে ফিরবে।’

আরও পড়ুন : IPL 2022 Retention LIVE Updates: আইপিএল রিটেনশনে সব খবরের লাইভ আপডেট