AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kayva Maran: গ্যালারিতে ‘গ্লোয়িং’ কাব্যা মারান, অরেঞ্জ আর্মির মালকিনের সিক্রেট ফাঁস!

SRH, IPL 2025: অনেকের কাছে কাব্যা 'ক্রাশ'। আইপিএলের নিলামের সময় থেকে শুরু করে টুর্নামেন্ট চলাকালীন কাব্যা থাকেন আলোচনায়। দল জিতুক বা হারুক কাব্যার গ্লো কমে না। এই গ্লো-এর রহস্য কী?

Kayva Maran: গ্যালারিতে 'গ্লোয়িং' কাব্যা মারান, অরেঞ্জ আর্মির মালকিনের সিক্রেট ফাঁস!
গ্যালারিতে 'গ্লোয়িং' কাব্যা, অরেঞ্জ আর্মির মালকিনের সিক্রেট ফাঁস!Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: Apr 25, 2025 | 12:08 PM

রূপে লক্ষ্মী গুণে সরস্বতী… বাংলার এই প্রবাদ বহুল প্রচলিত। সুন্দরী ও বুদ্ধিমান নারীকে বোঝাতে এই প্রবাদের ব্যবহার করা হয়। আইপিএলের জনপ্রিয় টিম সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্যা মারানকেও এমনটা বলা যেতে পারে। অরেঞ্জ আর্মির ম্যাচ থাকলে গ্যালারিতে কাব্যার উজ্জ্বল উপস্থিতি দেখা যায়। অনেকের কাছে কাব্যা ‘ক্রাশ’। আইপিএলের নিলামের সময় থেকে শুরু করে টুর্নামেন্ট চলাকালীন কাব্যা থাকেন আলোচনায়। দল জিতুক বা হারুক কাব্যার গ্লো কমে না। এই গ্লো-এর রহস্য কী?

আইপিএলের দুনিয়া বিনোদন ও গ্ল্যামারে ঠাসা। ২২ গজে ক্রিকেটাররা চার-ছক্কার ফোয়ারা তুলে ক্রিকেট প্রেমীদের বিনোদন উপহার দেন। বোলাররা ব্যাক টু ব্যাট উইকেট নিয়ে, ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়ে বিনোদন দেন। আর গ্যালারি যেহেতু খেলার অঙ্গ, তাই সেখান থেকেও থেকে বিনোদন। গ্যালারি থেকে ছড়িয়ে পড়ে গ্ল্যামারের ছটা। সেই ছটায় চারিদিক মুখরিত করেন কলানিথি মারানের মেয়ে কাব্যা। হায়দরাবাদের ক্রিকেটাররা ভালো পারফর্ম করলে গ্যালারিতে উচ্ছ্বাসে ফেটে পড়েন কাব্যা। আবার দল হারলে মুষড়ে পড়েন। কখনও মাঠে তো কখনও ড্রেসিংরুমে দলের ক্রিকেটারদের তাতান কাব্যা। কোনও সময় খুশি তো কোনও সময় চিন্তা, এত কিছুর মাঝেও কাব্যা গ্লো করেন কীভাবে? তাঁর বিউটি সিক্রেট এ বার ফাঁস!

বিজ্ঞান ও প্রযুক্তির ছোঁয়ায় কাব্যার স্কিন হয়েছে আরও ‘বিউটিফুল।’ দ্য গ্লো কিনিকের সাহায্য নিয়েছেন কাব্যা। ডক্টর বার্ষিণী রেড্ডি যেন জাদুকাঠি ছুঁইয়ে দিয়েছেন! বিষয়টা ঠিক কী? ওই ক্লিনিকে ডক্টর বার্ষিণীর কাছ থেকে কাব্য ব্যক্তিগত পরামর্শ নিয়েছেন। কাস্টমাইজড থেরাপির সাহায্যও নিয়েছেন। দুবই থেকে ডাবলিন অবধি নাম ডাক থাকা চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে কাব্যা নিজের ত্বককে আরও উজ্জ্বল করেছেন।

অনেকেই ত্বকের স্বাস্থ্যের কথা ভাবেন না। সেখানেই সমস্যা। কাব্যা তেমনটা করেন না। তাঁর দিন শুরু হয় বোটানিক্যাল ক্লিনজার দিয়ে। এরপর ব্রাইটেনিং ভিটামিন সি ও এসপিএফ ৫০+ ময়েশ্চরাইজার মাখেন তিনি। দিনের মাঝে ত্বকে মিস্ট লাগান। তা হায়ালুরোনিক অ্যাসিড সমৃদ্ধ। যার ফলে কাব্যার ত্বক আর্দ্র থাকে। মসৃণ হয়। সন্ধেবেলা হালকা এক্সফোলিয়েশন করেন। এরপর কোলাজেন বুস্টিং সিরাম ব্যবহার করেন। দিনের শেষে তাঁর স্কিনকেয়ারে থাকে সেরামাইড যুক্ত নাইট ক্রিম। এ ছাড়া সারাদিন কাব্যা ২.৫ লিটার জল পান করেন। ওয়ার্কআউটের পর ডাবের জল পান করেন। এ ছাড়া মেনে চলেন সঠিক ডায়েট। আর যেটা মাস্ট, তা হল পর্যাপ্ত ঘুম। এ ভাবেই কাব্যা ত্বকের দেখভাল করেন।

উল্লেখ্য, একাধিক ক্রিকেটার ত্বককে সুস্থ এবং নজরকাড়া করার জন্য ডক্টর বার্ষিণীর দ্য গ্লো কিনিকের সাহায্য নিয়েছেন। ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন এবং দক্ষিণ ভারতীয় সুপারস্টার সামান্থা রুথ প্রভুও এই তালিকায় রয়েছেন।

কাব্যা হায়দরাবাদ দলটার পাশে বরাবর থাকেন। গ্যালারিতে গেলে তাঁর রূপের ছটা চারিদিকে ছড়িয়ে পড়ে। যে নারীর রূপ ও গুণের অসাধারণ সমন্বয় হয় তাঁকে যেহেতু ‘রূপে লক্ষ্মী ও গুণে সরস্বতী’ বলা হয়, তাই অরেঞ্জ আর্মির মালকিন কাব্যার জন্য এই কথাটা খাটে।