Babar Azam: টেস্ট জয়ের পুরস্কারের চেক নিয়ে ট্রোল! চরম অসম্মান বাবর ও পাকিস্তানের
SL vs PAK: গল টেস্টে শ্রীলঙ্কাকে (Sri Lanka) পাকিস্তানের (Pakistan) ৪ উইকেটে হারানোর দিন ঘটেছে এক অদ্ভুত ঘটনা। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে।
গল: ফের এক বার বিতর্কের কেন্দ্রে পাকিস্তান ক্রিকেট দল। যদিও এ বার কোনও পাক ক্রিকেটারের অবাক করা বক্তব্যের জন্য বিতর্ক তৈরি হয়নি। কিন্তু ঘটনাটির সঙ্গে জড়িয়ে রয়েছেন পাক অধিনায়ক বাবর আজম (Babar Azam)। গল টেস্টে শ্রীলঙ্কাকে (Sri Lanka) পাকিস্তানের ৪ উইকেটে হারানোর দিন ঘটেছে এক অদ্ভুত ঘটনা। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে। যদিও এই ঘটনার ফলে বাবর আজম ও পাকিস্তান ক্রিকেট দলের কাছে ক্ষমা চেয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আসল ঘটনাটি কী? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আসলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে ডবল সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পাকিস্তানের সাউদ শাকিলকে ম্যাচের সেরার পুরস্কার দেওয়া হয়েছে। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাক অধিনায়ক বাবর আজম ম্যাচ উইনারের চেক নিতে আসেন। সেই চেক নেওয়ার সময় ছবির জন্য পোজও দেন বাবর। সেই চেকেই যত বিপত্তি। ওই চেকের ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে বাবর আজম যে চেক ধরে রয়েছেন তাতে পুরস্কার মূল্য শব্দে ও সংখ্যায় আলাদা আলাদা রয়েছে। শব্দে লেখা রয়েছে ২ হাজার মার্কিন ডলার। আবার এদিকে সংখ্যায় লেখা রয়েছে ৫ হাজার মার্কিন ডলার।
শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, টেস্ট ম্যাচে প্রেজেন্টেশন চেক দেওয়ার সময় অনিচ্ছাকৃত এই ভুলে হয়েছে। তার জন্য লঙ্কান ক্রিকেট বোর্ডের সদস্যরা আন্তরিকভাবে দুঃখিত। একইসঙ্গে এসএলসি জানিয়েছে, এই প্রেজেন্টেশন চেক দেওয়ার ব্যাপারটা পুরোটাই গ্রাউন্ড রাইটস হোল্ডার দেখাশোনা করে। ২০২৩ সাল থেকে ২০২৭ সাল পর্যন্ত এই দায়িত্ব দেওয়া হয়েছে গ্রাউন্স রাইটস হোল্ডারকে। কিন্তু যে ভুল হয়েছে, তার দায় সম্পূর্ণভাবে শ্রীলঙ্কা ক্রিকেট গ্রহণ করে নিয়েছে। ২ হাজার মার্কিন ডলার নয়, বরং ৫ হাজার মার্কিন ডলারই আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে ম্যাচ উইনারকে। একইসঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে আর কখনও এমন ভুলের পুনরাবৃত্তি হবে না।
Sri Lanka Cricket (SLC) issues clarification regarding presentation cheque mistake
Read more: https://t.co/m7Oq8sresE#SLvPAK #BabarAzam pic.twitter.com/d6M4G9DREM
— Cricket Pakistan (@cricketpakcompk) July 20, 2023