Cricket Australia: বিশ্বকাপের আগে অজি শিবিরে জোড়া ধাক্কা! চোটের কারণে প্রোটিয়া সফর থেকে ছিটকে গেলেন দুই তারকা
চলতি অগস্টের ৩০ তারিখ থেকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সীমিত ওভারের সিরিজ শুরু হবে। প্রোটিয়া সফরে অজি ক্রিকেট টিম ৩টি টি-২০ এবং ৫টি ওডিআই ম্যাচ খেলবে।
নয়াদিল্লি: ভারতের মাটিতে বিশ্বকাপ (Cricket World Cup) খেলতে আসার আগে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে অজি ক্রিকেট টিম। অনেকদিন আগে ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে এই মুহূর্তে অজি শিবিরে অস্বস্তি বাড়ালেন দুই তারকা। চোটের কারণে বিশ্বকাপের আগে প্রোটিয়া সফরে যাওয়া হবে না স্টিভ স্মিথ (Steve Smith) ও মিচেল স্টার্কের (Mitchell Starc)। অ্যাসেজের সময় কব্জিতে চোট পেয়েছিলেন বলে এমনিতেই দক্ষিণ আফ্রিকা সফরে ছিলেন না ক্যাপ্টেন প্যাট কামিন্স। এ বার অজিদের চোটের তালিকা আরও লম্বা হল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
চলতি অগস্টের ৩০ তারিখ থেকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সীমিত ওভারের সিরিজ শুরু হবে। প্রোটিয়া সফরে অজি ক্রিকেট টিম ৩টি টি-২০ এবং ৫টি ওডিআই ম্যাচ খেলবে। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে মিচেল মার্শকে দক্ষিণ আফ্রিকা সফরে অজি টিমের টি-২০ এবং ওডিআই সিরিজের জন্য ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আজ, ১৮ অগস্ট জানানো হয়েছে বাঁ হাতের কব্জিতে চোট পেয়েছেন স্টিভ স্মিথ। যার ফলে তাঁকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। স্টিভ স্মিথের জায়গায় টি-টোয়েন্টি টিমে নেওয়া হয়েছে অ্যাস্টন টার্নারকে। এ ছাড়া ওয়ানডে-তে স্মিথের পরিবর্তে দলে ঢুকছেন মার্নাস লাবুশেন। অন্যদিকে ওডিআইতে মিচেল স্টার্কের পরিবর্তে দলে ঢুকেছেন স্পেনসর জনসন। স্টার্ক কুঁচকির চোটে ভুগছেন।
অজি নির্বাচকদের চেয়ারম্যান জর্জ বেইলি বলেন, ‘অ্যাসেজ সিরিজ, তার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ আমাদের দলের কাছে বেশ চাপের হয়ে গিয়েছিল। সেই জন্য আমরা বিশ্বকাপের আগে সতর্কতা নিচ্ছি। বিশ্বকাপকেই অগ্রাধিকার দিচ্ছি আমরা। আমরা তাই ঠিক করেছি যে, স্টিভ এবং মিচেলের জন্য ভারতে সরাসরি টিমের সঙ্গে যোগ দেওয়াটাই সেরা হবে। ওই সময়ের মধ্যে আমরা আশা করি ওরা সম্পূর্ণ ফিট হয়ে উঠবে। তবে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে ও বিশ্বকাপে ওদের খেলা নিয়ে শঙ্কা নেই।’ স্মিথ ও মিচেলের পাশাপাশি অজি টিমে প্যাট কামিন্সের প্রত্যাবর্তন হওয়ার কথা প্রোটিয়া সফরের মধ্যে।