IPL 2021: ধোনির ম্যাচ জেতানো ছয়ে মুগ্ধ গাভাসকর-পিটারসেন
বৃহস্পতিবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে শেষ ওভারে ছয় মেরে দলকে জিতিয়েছেন ফিনিশার ধোনি। মাহির সেই ছয়ে মুগ্ধ সুনীল গাভাসকর থেকে কেভিন পিটারসেন (Kevin Pietersen)।
শারজা: একেই বলে কামব্যাক। একটা বছর কত কিছুই না বদলে দিয়েছে। এ বারের আইপিএলে (IPL) মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (CSK) হল প্রথম দল, যারা প্লে অফে জায়গা করে নিল। আর এই সিএসকেই গত বছর সব থেকে প্রথমে প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল। বৃহস্পতিবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে শেষ ওভারে ছয় মেরে দলকে জিতিয়েছেন ফিনিশার ধোনি। মাহির সেই ছয়ে মুগ্ধ সুনীল গাভাসকর থেকে কেভিন পিটারসেন (Kevin Pietersen)।
চেন্নাইয়ের ইনিংসের শেষের দিকে ২ বল বাকি থাকতেই ধোনি দলকে কাঙ্খিত জয় এনে দেওয়ার পাশাপাশি পৌঁছে দিলেন প্লে অফে। হায়দরাবাদের সিদ্ধার্থ কৌলের শেষ ওভারের ৪ নম্বর বলে ছক্কা হাঁকান ধোনি। ফিনিশার ধোনিকে দেখার জন্য চাতকের মতো অপেক্ষায় ছিলেন মাহিপ্রেমীরা। এইভাবে এর আগেও বহু ম্যাচে দলকে জিতিয়েছেন ধোনি। তবে এই ছক্কা দেখে অনেকেই বলতে শুরু করেছেন নিজের ফর্মে ফিরেছেন ক্যাপ্টেন কুল। ধোনির ছক্কায় মুগ্ধ মাহিভক্তরা। বাদ নেই ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকরও। তিনি বলেন, “ও (ধোনি) এটা প্রায়শই করে থাকে। ও খেলাটাকে শেষ ওভারে নিয়ে যায়। সমর্থকরা তখন নিজেদের নখ কামড়াতে থাকেন – যদিও তারাও জানে যে ও কী করতে যাচ্ছে। কিন্তু সেটা এক অন্যরকম একটা উদ্বেগ তৈরি করে, যা দর্শকরা অনুভব করে। ও নিজের কেরিয়ারে এই রকম অনেকবার করেছে।”
Finally got to see a six from MS Dhoni. #CSKvsSRH pic.twitter.com/S8T2zPJycO
— IndirectPuma10 (@Puma_Man10) September 30, 2021
সানির পাশাপাশি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন বলেন, “ধোনি এত বছর ধরে এটা করে এসেছে। ও এটা আগেও করেছে, এখনও করছে এবং করে চলেছে। ও এখন যা করছে, তাতে প্রতিপক্ষরা ভয় পেতে পারে। ও দুই মরশুম ধরে ফর্মে ছিল না, তাই যদি ও এখন এখানে এটা করতে শুরু করে তা হলে সত্যি ভালো। ওরা ট্রফির দিকে এক ধাপ এগিয়েছে। সুতরাং, যদি ধোনি এখন থেকে এমনভাবে খেলা শেষ করে, তাহলে অন্য দলের সমস্যা হতে পারে। শুধু তাই নয় বাকিদের ভয়ের কারণ হতে পারে।”
ইতিমধ্যেই প্লে অফে পৌঁছে গিয়েছে ধোনির দল। সূচি অনুযায়ী, আগামীকাল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে ইয়েলোব্রিগেড।
আরও পড়ুন: Chris Gayle: বাবল ক্লান্তি, আইপিএল থেকে সরলেন ক্রিস গেইল
আরও পড়ুন: IPL 2021: অরেঞ্জ আর্মির সঙ্গে সম্পর্কে ইতির ইঙ্গিত ডেভিড ওয়ার্নারের