Yashasvi Jaiswal: ‘প্রযুক্তি কেন রয়েছে?’, যশস্বীর আউট নিয়ে চটে লাল সানি, শাস্ত্রী-সঞ্জয়রা কী বলছেন?
IND vs AUS: যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) আউট ঘিরে উত্তাল মেলবোর্ন। প্রশ্নবাণে বিদ্ধ বাংলাদেশি আম্পায়ার। এ প্রশ্নও উঠছে যে কূটনৈতিক তিক্ততার আঁচ কি বাইশ গজে?
কলকাতা: যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) আউট ঘিরে উত্তাল মেলবোর্ন। প্রশ্নবাণে বিদ্ধ বাংলাদেশি আম্পায়ার। এ প্রশ্নও উঠছে যে কূটনৈতিক তিক্ততার আঁচ কি বাইশ গজে? এ বিষয়ে দেশের প্রাক্তনীরা তাঁদের মতামত তুলে ধরেছেন। রবি শাস্ত্রী থেকে শুরু করে সুনীল গাভাসকর, সঞ্জয় মঞ্জরেকররা জানিয়েছেন, যশস্বীর আউটের সিদ্ধান্ত তাঁদের ঠিক না ভুল মনে হয়েছে।
মেলবোর্ন টেস্টে প্যাট কামিন্সের স্লোয়ার বাউন্সারে যশস্বী একটি হুক শট খেলেছিলেন। তাতে কট বিহাইন্ডের আবেদন হয়। তাতে অন ফিল্ড আম্পায়ার জোয়েল উইলসনও আউট দেননি। কামিন্স রিভিউ নেন। এরপর বল যখন ব্যাটের পাশ দিয়ে বা গ্লাভসের পাশ দিয়ে যাচ্ছে সেই সময় স্নিকোমিটারে কিছু দেখা যায়নি। থার্ড আম্পায়ার বাংলাদেশের শরফদউল্লা অন এয়ার জানান, তিনি যেটুকু দেখতে পাচ্ছেন তাতে বলের ডিফ্লেকেশন হয়েছে অর্থাৎ দিক পরিবর্তন হয়েছে। তাই অন ফিল্ড আম্পায়ারকে সিদ্ধান্ত বদল করে আউট দিতে বলেছেন। অন ফিল্ড আম্পায়ার আউট দেয়নি, কোনও আওয়াজ হয়নি, স্নিকোতে কিছু ধরা পড়েনি। আর সেখানে বাংলাদেশের আম্পায়ার এক-দুটো অ্যাঙ্গেল দেখেই আউট দিয়ে দিলেন। তা নিয়েই বিতর্ক।
দেশের প্রাক্তন ক্রিকেটার, প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বাংলাদেশের আম্পায়ারের পক্ষ নিয়েছেন। কমেন্ট্রি প্যানেল থেকে তিনি জানান, তাঁর মনে হয়েছে ডিফ্লেকেশন ছিল। স্নিকো হয়তো কাজ করছিল না। তাঁর মতোই সঞ্জয় মঞ্জরেকরও মেনে নিচ্ছেন যে যশস্বীর আউটের সিদ্ধান্ত সঠিকই ছিল।
এই খবরটিও পড়ুন
বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্তকে একদিক থেকে মেনেই নিচ্ছেন সঞ্জয় মঞ্জকরেকর। তিনি বলেন, ‘অন্য যে কোনও আম্পায়ার হলে আলাদা পথে হাঁটতেন। তাঁরা স্নিকো দেখে বলতেন এই প্রযুক্তিই সঠিক। আমি স্নিকোতেই বিশ্বাস করে নট আউট দিচ্ছি। আর সেটা হলে আমরা ভালো ভাবেই নিতাম।’ সুতরাং, এই সিদ্ধান্তটাও মেনে নেওয়াই শ্রেয় বলে মনে করেন সঞ্জয় মঞ্জরেকর।
শাস্ত্রী, সঞ্জয়রা যাই বলুন না কেন সানি কিন্তু কোনও ভাবেই যশস্বীর আউট মানতে পারছেন না। সুনীল গাভাসকর বলেন, ‘ডিফ্লেকশন যদি দেখা না যাচ্ছে যখন, তা হলে এটা অপটিকল ইলিউশন (দৃষ্টিবিভ্রম) হতে পারে। প্রযুক্তি কেন ব্যবহার করা হচ্ছে? প্রযুক্তির ব্যবহার তো হচ্ছে স্নিকো দেখানোর জন্য। এখানে দেখা যাচ্ছে একেবারে সোজা লাইন। যা ঘটছে সেটার জন্য অপটিকল ইলিউশনে যাওয়া ঠিক নয়। টেকনোলজি কেন রয়েছে? আমার হিসেবে এটা নট আউট। এক্কেবারে ভুল সিদ্ধান্ত। পুরো ভুল। যদি অপটিকল ইলিউশনে যাও, তা হলে প্রযুক্তি একেবারেই ব্যবহার করবেন না। স্নিকো দিয়ে যদি কিছু দেখা যেত সেটা আলাদা।’