Sunil Gavaskar: ভালো রোল মডেল নন? গম্ভীরকে প্রশ্নের মুখে দাঁড় করালেন সানি

Mar 26, 2025 | 4:41 PM

ICC Men's Champions Trophy 2025: সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। এরপরই টিমের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড ৫৮ কোটি টাকা পুরস্কার ঘোষণা করে। এর পরেই ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর প্রশ্ন তুলেছেন, গৌতম গম্ভীরও কি তাঁর পূর্বসূরী রাহুল দ্রাবিড়ের পথেই হাঁটবেন?

Sunil Gavaskar: ভালো রোল মডেল নন? গম্ভীরকে প্রশ্নের মুখে দাঁড় করালেন সানি
Image Credit source: PTI FILE

Follow Us

কলকাতা: দীর্ঘ ১৭ বছর পর। টি-টোয়েন্টিতে বিশ্বসেরা ভারত। খেলোয়াড় জীবনে বিশ্বকাপ জিততে পারেননি। কোচ হিসেবে টি-টোয়েন্টিতে বিশ্বজয়। রোহিত শর্মারা ২০২৪ সালে ২০ ওভারের বিশ্বকাপ জেতার পর ভারতের তৎকালীন হেড কোচ রাহুল দ্রাবিড় একটি দৃষ্টান্ত তৈরি করেছিলেন। দলের সদস্য। তিনি ব্যতিক্রম নন। সুতরাং, তাঁকে যে আর্থিক পুরস্কার দেওয়া হচ্ছে, সাপোর্ট স্টাফদেরও সেই অর্থই দেওয়া হোক, এমনটাই বলেছিলেন দ্রাবিড়। তাঁর এই আচরণ মন জিতে নিয়েছিল। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। এরপরই টিমের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড ৫৮ কোটি টাকা পুরস্কার ঘোষণা করে। এর পরেই ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর প্রশ্ন তুলেছেন, গৌতম গম্ভীরও কি তাঁর পূর্বসূরী রাহুল দ্রাবিড়ের পথেই হাঁটবেন?

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার ভারতীয় ক্রিকেট বোর্ড রাহুল দ্রাবিড়কে বাড়তি আড়াই কোটি টাকা দেওয়ার কথা বলেছিল। কিন্তু কোচ রাহুল দ্রাবিড় বলেন, “এই টাকাটা আমি আমার সাপোর্ট স্টাফদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চাই।” তাঁর এই মন্তব্য প্রমাণ করে দিয়েছিল যে, তিনি দলের প্রতি এবং সহকর্মীদের প্রতি কতটা দায়বদ্ধ ছিলেন।

স্পোর্টস স্টারের কলামে গাভাসকর লিখেছেন, “আইসিসি টি২০ বিশ্বকাপ জেতার পর বিসিসিআই ভারতীয় দলের জন্য আর্থিক পুরস্কার মূল্য ঘোষণা করেছিল। রাহুল দ্রাবিড় দলের প্রতি এতটাই দায়বদ্ধ ছিল যে, পুরস্কার মূল্য দলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে বলেছিল।” সানির প্রশ্ন, ভারতের বর্তমান কোচও কি প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ের পথে হাঁটবেন? নিজের কলামে তিনি এও লিখেছেন, গৌতম গম্ভীর এই বিষয়ে চুপ কেন? এই পুরস্কার মূল্য সম্পর্কে তিনি কিছু বলছেন না কেন?

সানির যুক্তি, “বর্তমান কোচের থেকে এমন কিছু এখনও শোনা যায়নি। তিনি রাহুলের পথেই হাঁটবেন কি না পরিষ্কার নয়। তাহলে কি দ্রাবিড় একজন ভালো রোল মডেল নন?”