Sunil Gavaskar On Gautam Gambhir: সুনীল গাভাসকরের নিশানায় গৌতম গম্ভীর! নাম না করেই ধুয়ে দিলেন…

IPL 2025 PBKS, Shreyas Iyer: অতীতে ক্যাপ্টেন হিসেবে কেকেআরকে জোড়া ট্রফি দিয়েছিলেন। নাইট রাইডার্সে মেন্টর হিসেবে ফিরে দলকে চ্যাম্পিয়নও করেন তিনি। তবে কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে শুধুই কি মেন্টর? এই নিয়েই প্রশ্ন তুললেন সুনীল গাভাসকর।

Sunil Gavaskar On Gautam Gambhir: সুনীল গাভাসকরের নিশানায় গৌতম গম্ভীর! নাম না করেই ধুয়ে দিলেন...
Image Credit source: PTI

May 19, 2025 | 6:08 PM

কলকাতা: ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকা ব্যাটার গৌতম গম্ভীর। বর্তমানে ভারতীয় জাতীয় দলের হেড কোচ। একাধিকবার ক্রিকেট মাঠে এবং মাঠের বাইরে বিতর্কে জড়িয়েছেন তিনি। এ বার ভারতের কিংবদন্তি প্লেয়ার সুনীল গাভাসকরের বিদ্রুপের মুখে গম্ভীর। ভারতীয় দলের হেড কোচ হওয়ার আগে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর পদে ছিলেন গৌতম। অতীতে ক্যাপ্টেন হিসেবে কেকেআরকে জোড়া ট্রফি দিয়েছিলেন। নাইট রাইডার্সে মেন্টর হিসেবে ফিরে দলকে চ্যাম্পিয়নও করেন তিনি। তবে কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে শুধুই কি মেন্টর? এই নিয়েই প্রশ্ন তুললেন সুনীল গাভাসকর।

গত মরসুমে গৌতম গম্ভীর-শ্রেয়স আইয়ার জুটিতে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এ বার লিগ পর্বেই ছিটকে গিয়েছে কেকেআর। চ্যাম্পিয়ন হওয়ার পর মেন্টর গৌতম গম্ভীরকে নিয়ে যে পরিমাণ মাতামাতি হয়েছিল বা কৃতিত্ব দেওয়া হয়েছিল, তার বিন্দুমাত্রও জোটেনি ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের। চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে রিটেনও করেনি কেকেআর ম্যানেজমেন্ট।

আইপিএলের মেগা নিলামে শ্রেয়স আইয়ারকে ২৬.৭৫ কোটিতে নিয়েছে পঞ্জাব কিংস। অধিনায়কও করেছে। নিজের পুরনো ফর্মেই রয়েছেন শ্রেয়স। সেটা ক্যাপ্টেন্সির দিক থেকেই হোক বা ব্যাটিং। ইতিমধ্যেই প্লে-অফে জায়গা করে নিয়েছে পঞ্জাব। শ্রেয়স ১২ ম্যাচে করেছেন ৪৩৫ রান। ৪টি হাফ সেঞ্চুরি। শ্রেয়সের উপর অবিচার হয়েছে এমনটাই মনে করেন গাভাসকর।

কিংবদন্তি গাভাসকর বলেন, “গত মরসুমে শ্রেয়স আইপিএল জয়ের কৃতিত্ব একদমই পায়নি। এই জয়ের সমস্ত কৃতিত্বই দেওয়া হয়েছিল অন্য একজনকে। নাইটদের এই জয়ে প্রধান ভূমিকা পালন করেছে দলের অধিনায়ক। টিমের ডাগআউটে বসে থাকা অন্য কেউ নয়।” তিনি আরও যোগ করেন, “এই মরসুমে পঞ্জাবের ভালো খেলার পিছনে সব কৃতিত্বই শ্রেয়স পাচ্ছে। কেউ তাঁর দলের সাফল্য কোচ রিকি পন্টিংকে দিচ্ছে না।” গাভাসকরের এই সব বক্তব্য স্পষ্ট করে দেয় যে তিনি গৌতম গম্ভীরকে লক্ষ্য করেই এই কথাগুলি বলেছেন।