কলকাতা: ভারতীয় ক্রিকেট টিম এ মাসেই অজি সফরে যাবে। পারথে ভারত-অস্ট্রেলিয়ার (India vs Australia) প্রথম টেস্ট ম্যাচ। তার আগে ভারতীয় টিম নিয়ে চিন্তিত দেশের কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজ খেলবে রোহিত ব্রিগেড। তা শুরুর আগে একটা ওয়ার্ম আপ ম্যাচ খেলার কথা ছিল ভারতীয় ক্রিকেটারদের। সম্প্রতি জানা গিয়েছে, টিম ইন্ডিয়ার পক্ষ থেকে তা বাতিল করে দেওয়া হয়েছে। ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত ভালো ভাবে নিচ্ছেন সানি। নিজের দুটো যুক্তি তুলে ধরেছেন গাভাসকর। অস্ট্রেলিয়া সফরের আগে ভারতীয় টিমের জন্য অশনি সংকেতও দেখছেন সানি।
অজি-ভূমে প্রস্তুতি ম্যাচ বাতিল করে ঠিক করেনি টিম ইন্ডিয়া। এমনটাই মনে করেন সানি। সিনিয়রদের জন্য না হলেও, তরুণদের জন্য এই সিদ্ধান্ত ঠিক হল না। বলছেন গাভাসকর। ইন্ডিয়ান এক্সপ্রেসকে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার সুনীল গাভাসকর বলেন, ‘আমি মনে করি ওদের (টিম ইন্ডিয়ার) ওয়ার্ম আপ ম্যাচ খেলা উচিত ছিল। টেস্ট ম্যাচের মধ্যে বিরতি থাকবে। সিনিয়র প্লেয়ারদের যে খেলতেই হবে, তেমনটা নয়। কিন্তু জুনিয়র প্লেয়ারদের জন্য এটা গুরুত্বপূর্ণ। যে জুনিয়র প্লেয়াররা এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে কখনও খেলেনি যেমন – যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, ধ্রুব জুরেলরা। সকলেই তরুণ ব্যাটার। তাই আমার মনে হয় টেস্ট সিরিজটা শুরু হওয়ার আগে অবশ্যই ওয়ার্ম আপ ম্যাচ খেলা প্রয়োজন ছিল। অস্ট্রেলিয়া এ টিম কিংবা কুইন্সল্যান্ডের মতো দলের বিরুদ্ধে ম্যাচ হলেও চলত। অস্ট্রেলিয়ার পিচে বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তরুণদের সুযোগ দেওয়া দরকার ছিল।’
অজি সফরের প্রস্তুতি নেওয়ার জন্য ভারতীয় ব্যাটারদের এক বিশেষ পরামর্শ দিয়েছেন সুনীল গাভাসকর। তাঁর মতে ভারতীয় ব্যাটারদের নিয়মিত বোলারদের বিরুদ্ধে নেটে বেশি সময় কাটানো উচিত। থ্রো ডাউন স্পেশালিস্টরা ক্রিকেটারদের নেটে বোলিং করেন। কিন্তু তাতে অনুশীলনে ফাঁক ফোকর থেকে যাওয়ার সম্ভবনা বেশি দেখছেন গাভাসকর। তিনি বলেন, ‘নিজেদের উপর ভরসা রাখতে হবে। যত বেশি সম্ভব অনুশীলন করতে হবে। থ্রো ডাউনের মুখোমুখি হওয়া ঠিকই আছে। কিন্তু রেগুলার বোলিংয়ের বিরুদ্ধে নেটে অনুশীলন করা প্রয়োজন। জোরে বোলারদের বিরুদ্ধে প্র্যাক্টিস করা দরকার। জসপ্রীত বুমরার কথা আমি বলছি না। কারণ ও মেরে ফেলতে পারে। কিন্তু অন্য বোলারদের বলা যেতে পারে ২২ গজের পরিবর্তে ২০ গজ থেকে বল করতে। তা হলে ব্যাটে তাড়াতাড়ি বল আসবে।’