AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: জেনে নিন বিরাটের ‘আত্মঘাতী’ হয়ে ওঠার ৩২ টি কারণ! কী করে হল এমন?

RCB, IPL 2025: বিশ্বের অন্যতম ফিট প্লেয়ার বিরাট কোহলি। ৩৬ বছর বয়সেও ফিল্ডিং বা রানিংয়ের সময় তাঁর ফিটনেস বোঝা যায়। যে কোনও তরুণ ক্রিকেটারও তাঁর সঙ্গে পেরে উঠবেন না ফিটনেস মানে। কিন্তু সেই বিরাটের সঙ্গে জড়িয়ে গিয়েছে 'আত্মঘাতী'র রেকর্ড।

Virat Kohli: জেনে নিন বিরাটের 'আত্মঘাতী' হয়ে ওঠার ৩২ টি কারণ! কী করে হল এমন?
Virat Kohli: জেনে নিন বিরাটের 'আত্মঘাতী' হয়ে ওঠার ৩২ টি কারণ! কী করে হল এমন?Image Credit: PTI
| Updated on: Apr 11, 2025 | 6:01 PM
Share

কলকাতা: তিনি বিশ্বের অন্যতম সেরা রানার। রানিং বিটউইন দ্য উইকেট অসম্ভব ভালো। কিন্তু এই প্রশংসা যে ভেঙে দিচ্ছে কিছু তথ্য! এই তিনিই কিনা একাধিক রান আউটের সঙ্গে জড়িত। অর্থাৎ, তিনি যত ব্যাটারই হোন না কেন, তাঁর সঙ্গে ব্যাটিং করা বেশ ঝুঁকির। তেমনই এক ঝুঁকিপ্রবণ দৃশ্য চাক্ষুস করেছে আইপিএলের দুনিয়া, বৃহস্পতিবার চিন্নাস্বামীতে। ফিল সল্ট রান আউট হয়েছেন তাঁর সঙ্গে ব্য়াটিং করার সময়। তিনি কে, মোটামুটি বোঝাই যাচ্ছে। ইনি বিরাট কোহলি (Virat Kohli)। সল্টকে যিনি রান নেওয়ার আগে স্পষ্ট ভাবে ‘না’ বলে দিতে পারতেন। তা হয়নি। তাতেই বিরাট আবার চর্চায়।

তথ্যের খাতা খুললে কিন্তু দেখা যাচ্ছে এক-আধটা নয়, পুরো আইপিএল কেরিয়ারে ৩২বার সতীর্থকে রান আউট করেছেন বিরাট। বলা ভালো, রান আউটের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর। কেরিয়ার জুড়ে একাধিক রেকর্ড গড়েছেন। সবই যে ভালো হবে না, বলাইবাহুল্য। কিছু ‘খারাপের’ মধ্যে রয়েছে ওই রান আউট করানো। সব মিলিয়ে ৩২বার রান আউটের ঘটনায় জড়িয়ে রয়েছে তাঁর সতীর্থরা। অবশ্য এও মানতে হবে, অসম্ভব গতিশীল হওয়ার কারণে চোখের পলকে স্ট্রাইক বদলান তিনি। তাঁর সঙ্গে দৌড়নো বেশ কঠিন।

বিশ্বের অন্যতম ফিট প্লেয়ার বিরাট কোহলি। ৩৬ বছর বয়সেও ফিল্ডিং বা রানিংয়ের সময় তাঁর ফিটনেস বোঝা যায়। যে কোনও তরুণ ক্রিকেটারও তাঁর সঙ্গে পেরে উঠবেন না ফিটনেস মানে। কিন্তু সেই বিরাটের সঙ্গে জড়িয়ে গিয়েছে ‘আত্মঘাতী’র রেকর্ড। এমন ঘটনা ঘটলে বিরাট যে কষ্ট পান, তা টিভির স্ক্রিনে দেখলে বোঝাও যায়। যেমন সল্ট আউট হওয়ার পর অনেকক্ষণ মাথা নিচু করে থাকতে দেখা যায় বিরাটকে। তবে দিল্লির বিরুদ্ধে ওই ম্যাচে কিন্তু বিরাট চেষ্টা করেছিলেন আরসিবিকে টানতে। পারেননি। ২২ রান করে আউট হয়েছেন। আর তাঁর কল দেরিতে হওয়ায় রান আউট হয়েছে সল্ট। টপ অর্ডার ভেঙে পড়তেই দিল্লি নিয়েছিল খেলার দখল।