সম্ভাবনা ছিলই। অনেকটা তেমনই হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। জাতীয় দলে প্রথম বার ডাক পেয়েছিলেন রাজধানী এক্সপ্রেস মায়াঙ্ক যাদব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সীমিত সুযোগে নজর কেড়েছিলেন। তেমনই সানরাইজার্স হায়দরাবাদে আইপিএলের গত সংস্করণের আবিষ্কার নীতীশ কুমার রেড্ডি। ব্যাটিংয়ে দুর্দান্ত, বোলিংয়েও কাজ চালিয়ে দিতে পারেন। ফিল্ডিংয়ে অসাধারণ। জিম্বাবোয়ে সফরে ডাক পেলেও চোটের কারণে শেষ মুহূর্তে ছিটকে গিয়েছিলেন। অবশেষে জাতীয় দলে সুযোগ এবং অভিষেক। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে সহজ জয় ভারতের। অভিষেকেই নজর কেড়েছেন দুই তরুণ মায়াঙ্ক যাদব ও নীতীশ কুমার রেড্ডি। ক্যাপ্টেন সূর্যকে নিয়ে কী বলছেন দুই তরুণ?
সূর্যর ‘তেজ’ কম! তা হয়তো নয়। বরং ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে নিয়ে আপ্লুত দুই তরুণ। ক্যাপ্টেন হিসেবে পূর্ণ স্বাধীনতা দেন। যে কোনও পরিস্থিতিতেই মাথা ঠান্ডা রাখতে পারেন। সূর্য বন্দনায় এমনটাই বলছেন মায়াঙ্করা। অভিষেক করা দুই তরুণকে নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছে বিসিসিআই। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি জিতে মায়াঙ্ক বলছেন, ‘ও স্বাধীনতা দেয়। রান আপে যাওয়ার সময় সূর্য বলে, যেটা ইচ্ছে করছে, তেমনই কোরো। যে কোনও পেসারের কাছেই এই স্বাধীনতা বড় পাওয়া।’
অলরাউন্ডার নীতীশ যোগ করলেন, ‘সূর্য খুবই ঠান্ডা মাথার ক্যাপ্টেন। দুর্দান্ত নেতৃত্ব দিচ্ছে। আমাদের অভিষেক ম্যাচ। চাপে থাকাটাই স্বাভাবিক। কিন্তু ও কোনওরকম স্নায়ুর চাপে ভুগতে দেয়নি। যে কোনও তরুণ ক্রিকেটারই ক্যাপ্টেনের থেকে এমনটাই প্রত্যাশা করে।’ নীতীশ কুমার রেড্ডি উইকেট না পেলেও বল হাতে ভরসা দিয়েছেন। তেমনই হার্দিকের সঙ্গে অ্যাঙ্কর ইনিংসে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। অন্যদিকে, মায়াঙ্ক যাদব আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন মেডেন ওভারে। দ্বিতীয় ওভারেই উইকেটের খাতাও খোলেন। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি বুধবার নয়াদিল্লিতে।