AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Cricket: যশস্বী-শুভমনের কামব্যাক! টি-টোয়েন্টি এশিয়া কাপে ভারতের স্কোয়াড…

Indian Cricket News: যদি এশিয়া কাপ ঠিকঠাক মতো এগোয় এবং ভারত খেলে, তাতে কিন্তু বিশ্বকাপের প্রস্তুতিতেই নজর থাকবে। তার স্কোয়াড দেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের চিত্রটাও পরিষ্কার হবে। কী হতে পারে এশিয়া কাপের স্কোয়াড?

Indian Cricket: যশস্বী-শুভমনের কামব্যাক! টি-টোয়েন্টি এশিয়া কাপে ভারতের স্কোয়াড...
Image Credit: PTI
| Updated on: Jul 22, 2025 | 2:30 PM
Share

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে কারণেই এ বারের এশিয়া কাপও এই ফরম্যাটে হওয়ার কথা। যদিও এশিয়া কাপ নিয়ে জটিলতা চলছে। ভারতের মাটিতে হওয়ার কথা টুর্নামেন্ট। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের জেরে ভারত এই টুর্নামেন্ট থেকে নামও তুলে নিতে পারে। প্রয়োজনে সে সময় কোনও দ্বিপাক্ষিক সিরিজও আয়োজন করতে পারে ভারতীয় বোর্ড। তবে যদি এশিয়া কাপ ঠিকঠাক মতো এগোয় এবং ভারত খেলে, তাতে কিন্তু বিশ্বকাপের প্রস্তুতিতেই নজর থাকবে। তার স্কোয়াড দেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের চিত্রটাও পরিষ্কার হবে। কী হতে পারে এশিয়া কাপের স্কোয়াড?

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা হওয়ার কথা ঢাকায়। যদিও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে মিটিংয়ের ভেনু পরিবর্তনের কথাও বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী মাসে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরও বাতিল করা হয়েছে। এখনও অবধি ঠিক হয়েছে, এই সফর হবে আগামী বছর। এশিয়া কাপ যদি হয় এবং ভারত যদি অংশগ্রহণ করে, স্কোয়াডে বড় প্রত্যাবর্তন হতে পারে।

ভারতীয় টেস্ট দলের ক্যাপ্টেন শুভমন গিল এবং নিয়মিত ওপেনার যশস্বী জয়সওয়াল। তবে একঝাঁক তরুণ ক্রিকেটারের উত্থানে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নেওয়া কঠিন হয়েছে। গত কয়েকটি সিরিজে দেখা গিয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টি-টোয়েন্টি স্কোয়াডে ওপেনার হিসেবে জায়গা করে নিয়েছেন অভিষেক শর্মা ও সূর্যকুমার যাদব। তিনে তিলক ভার্মা এবং চারে ক্যাপ্টেন স্কাই নিজে। তবে এশিয়া কাপ এবং বিশ্বকাপের ভাবনায় স্কোয়াডে আসতে পারেন শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল। ভবিষ্যতের কথা ভেবে শুভমনকে ভাইস ক্যাপ্টেন্সিও দেওয়া হতে পরে।

যা হতে পারে ভারতের স্কোয়াড-সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), অভিষেক শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল (ভাইস ক্যাপ্টেন), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, ধ্রুব জুরেল, ঈশান কিষাণ, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা/প্রসিধ কৃষ্ণা।