Suryakumar Yadav: টি-১০ ব্যাটারদের খেলা নয়, সিরিজ জেতার পর কেন এমন বলছেন সূর্য?
Ind vs Aus T-20 Series: সূর্যকুমার যাদবের নেতৃত্বে এই সিরিজ জয় করেছে ভারত। বিশ্বকাপে হারের সেই দুঃখ এখনও ভোলেনি ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। সেই ঘা এখনও দগদগে ভারতীয় তারকাদের মনেও। তবে সদ্য শেষ হওয়া সিরিজে অজিদের হারিয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে ভারতীয় শিবিরে। তবে ভারতের এই জয়ের পিছনে ব্যাটার নয় বরং বোলারদেরকেই এগিয়ে রাখছেন ক্যাপ্টেন সূর্য।
বেঙ্গালুরু: ঘরের মাঠে হাতছাড়া বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) । অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে সবরমতীতে মিলিয়ে যায় ভারতের বিশ্বকাপের স্বপ্ন। ফের চার বছরের অপেক্ষা । বিশ্বকাপ শেষ করেই ফের অজিদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে সেই সিরিজ জয় করেছে ভারত। তবে বিশ্বকাপে হারের সেই দুঃখ এখনও ভোলেনি ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। সেই ঘা এখনও দগদগে ভারতীয় তারকাদের মনেও। তবে সদ্য শেষ হওয়া সিরিজে অজিদের হারিয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে ভারতীয় শিবিরে। তবে ভারতের এই জয়ের পিছনে ব্যাটার নয় বরং বোলারদেরকেই এগিয়ে রাখছেন ক্যাপ্টেন সূর্য। এই প্রসঙ্গে কী বলছেন তিনি? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিশ্বকাপ শেষ করে অজিদের বিরুদ্ধে পাঁচ দিনের টি-২০ সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত। গতকাল, অর্থাৎ রবিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হারিয়ে এই সিরিজ জিতে নিয়েছে মেন ইন ব্লু। বিশ্বকাপের পর দলের অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছিল। ইয়ংস্টারদের নিয়েই সিরিজ হাসিল করছে টিম ইন্ডিয়া। দলকে নেতৃত্ব দিয়েছেন সূর্যকুমার যাদব। অজিদের হারিয়ে স্বাভাবিকভাবেই আবেগে ভাসছেন স্কাই। ম্যাচের পর পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। জেতার পর তিনি বলেন, “সিরিজ জিতে স্বাভাবিকভাবেই ভালো লাগছে। আমার প্রাপ্তির খাতায় নতুন অধ্যায় যোগ হল। দলকে ধন্যবাদ জানাতে চাই। ওরা সবাই মিলে লড়েছে। সবার সহযোগিতা পেয়েছি।”
বক্তব্যের শেষে আরও একটি বিষয়কে তুলে ধরেছেন সূর্য। তাঁর মতে, টি-২০ ব্যাটারদের খেলা নয়। বোলাররাই এই ফরম্যাটের রাজা। এই প্রসঙ্গে তিনি বলছেন, “বেশিরভাগ লোকজনই মনে করেন, যে টি-২০ সিরিজ জেতায় ব্যাটাররা। অনেকসময় বোলারদের অনেকরকম নিন্দার মুখে পড়তে হয়। তবে আমার মনে হয় ব্যাটাররা ম্যাচ জেতাতে পারে। কিন্তু সিরিজ জেতায় বোলাররাই। ”