Rohit Sharma: ভিডিয়ো: সত্যিই ছেলে হয়েছে রোহিত শর্মার? হাটে হাঁড়ি ভাঙলেন সূর্যকুমার যাদব

Nov 16, 2024 | 2:35 PM

Suryakumar Yadav: শুক্রবার গভীর রাত থেকেই নেটদুনিয়ায় ঘুরছে এই খবর। শনি-সকাল হতে না হতেই যা নিয়ে আলোচনা আরও বাড়ে। এ বার এই বিষয়েই কার্যত হাটে হাঁড়ি ভাঙলেন স্কাই। ঠিক কীভাবে?

Rohit Sharma: ভিডিয়ো: সত্যিই ছেলে হয়েছে রোহিত শর্মার? হাটে হাঁড়ি ভাঙলেন সূর্যকুমার যাদব
Rohit Sharma: ভিডিয়ো: সত্যিই ছেলে হয়েছে রোহিত শর্মার? হাটে হাঁড়ি ভাঙলেন সূর্যকুমার যাদব
Image Credit source: PTI FILE

Follow Us

কলকাতা: ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সত্যিই কি ছেলে হয়েছে? শুক্রবার গভীর রাত থেকেই নেটদুনিয়ায় ঘুরছে এই খবর। শনি-সকাল হতে না হতেই যা নিয়ে আলোচনা আরও বাড়ে। এ বার এই বিষয়েই কার্যত হাটে হাঁড়ি ভাঙলেন স্কাই। ঠিক কীভাবে? শনিবার দুপুরে বোর্ডের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে ভারতের টি-২০ টিমের বর্তমান ক্যাপ্টেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) জো’বার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে সেঞ্চুরি করা দুই ক্রিকেটার তিলক ভার্মা ও সঞ্জু স্যামসনের সঙ্গে কথা বলেন। সেখানেই রোহিতকে ছেলের জন্মের জন্য় শুভেচ্ছা জানান সূর্যকুমার, তিলক, সঞ্জুরা। ঠিক কী কী বলেছেন স্কাই?

ইটস অফিসিয়াল! জো’বার্গ থেকে রোহিতের ছেলের জন্মের খবরে সিলমোহর দিলেন সূর্য

এই খবরটিও পড়ুন

বিসিসিআই টিভির এক ভিডিয়োতে সূর্যকুমার যাদব তাঁর দুই সতীর্থ তিলক ও সঞ্জুর সাক্ষাৎকার নেন। সেখানে স্কাই ভারত অধিনায়ক রোহিত শর্মার ছেলের জন্মের খবরে কার্যত সিলমোহর দিয়েছেন। ওই ভিডিয়োতে সূর্যকে বলতে শোনা যায়, ‘ম্যাচ শেষ হওয়ার পর জানতে পেরেছি রোহিত ভাইয়ের ছেলে হয়েছে। তার জন্য তোমরা (তিলক ও সঞ্জু) কী বার্তা দিতে চাও?’

সূর্যর কথা শেষ হতেই তিলক ভার্মা বলেন, ‘রোহিত ভাই আমি খুব খুব খুব খুশি। এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলে। যদি আর একদিন পরে হত, তা হলে আমি ওখানে পৌঁছে যেতাম।’ তিলকের এ কথা শুনে হাসতে থাকেন তাঁর পাশে থাকা স্কাই ও সঞ্জু। সূর্য ইয়ার্কি করে তিলককে বলেন, ‘কাঁদিয়ে ছাড়বি নাকি!’ এরপর তিলকও তাঁদের সঙ্গে হাসতে থাকেন। এবং বলেন, ‘খুব তাড়াতাড়ি আসছি দেখতে। আমি ভীষণ উত্তেজিত। সত্যিই খুব খুশি এই খবরে।’

সঞ্জু এরপর বলেন, ‘রোহিত ভাই তোমার পরিবারের জন্য সত্যিই খুব খুশি।’ তিলক ও সঞ্জুর কথা শেষ হওয়ার পর সূর্য বলেন, ‘আমাদের এ বার ছোট্ট প্যাড, ছোট সাইড আর্ম, ছোট ছোট ব্যাট নিয়ে তৈরি হয়ে যেতে হবে। কারণ একটা ছোট্ট ক্রিকেটার এসেছে যে।’

Next Article