Suryakumar Yadav: বৃষ্টিভেজা কলম্বোয় সূর্যর দেখা পেলেন পাকিস্তানের সেনসেশন
SKY-Momin Saqib: গতবারের এশিয়া কাপ হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। ভারত অবশ্য ফাইনালে উঠতে পারেননি। এ বার ওয়ান ডে বিশ্বকাপ রয়েছে। সে কারণে এশিয়া কাপও হচ্ছে এই ফরম্যাটেই। গত এশিয়া কাপে মোমিনের বিরাট প্রাপ্তি হয়েছিল। দেখা করার সুযোগ পেয়েছিল কিং কোহলির সঙ্গে। এ ছাড়াও দেখা করেছিলেন হার্দিক পান্ডিয়ার সঙ্গেও। এ বার কম্বোয় এশিয়া কাপে দেখা পেলেন মিস্টার ৩৬০ডিগ্রি সূর্যকুমার যাদবের। আনন্দে আত্মহারা পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় চরিত্র।
কলম্বো: ‘ওহ ভাই মারো মুঝে মারো!’ বাক্যটা মনে পড়ে? চোখের সামনে নিশ্চয়ই সেই ব্যক্তির মুখ ভেসে উঠছে! পাকিস্তানের সোশ্যাল মিডিয়া সেনসেশন মোমিন সাকিব। মিম কন্টেন্টের জন্য ক্রিকেট বিশ্বের কার্যত সকলেই তাঁকে চেনেন। তাঁর প্রচুর ফলোয়ার। মোমিনের সঙ্গে দেখা করার জন্য অনেক ভক্তই অপেক্ষা করে থাকেন। সাকিব আবার ভারতীয় ক্রিকেটারদের বড় ভক্ত। ভারতীয় ক্রিকেটাররা যেখানেই যান, সমর্থক কিংবা ভক্তরা এক ঝলক দেখার জন্য মরিয়া হয়ে পড়েন। এশিয়া কাপেও তার অন্যথা নয়। এ বার সূর্যকুমার যাদবের দেখা পেলেন তাঁর বিশেষ ভক্ত মোমিন সাকিব। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ভিডিয়ো। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গতবারের এশিয়া কাপ হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। ভারত অবশ্য ফাইনালে উঠতে পারেননি। এ বার ওয়ান ডে বিশ্বকাপ রয়েছে। সে কারণে এশিয়া কাপও হচ্ছে এই ফরম্যাটেই। গত এশিয়া কাপে মোমিনের বিরাট প্রাপ্তি হয়েছিল। দেখা করার সুযোগ পেয়েছিল কিং কোহলির সঙ্গে। এ ছাড়াও দেখা করেছিলেন হার্দিক পান্ডিয়ার সঙ্গেও। এ বার কলম্বোয় এশিয়া কাপে দেখা পেলেন মিস্টার ৩৬০ডিগ্রি সূর্যকুমার যাদবের। আনন্দে আত্মহারা পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় চরিত্র।
টি-টোয়েন্টি ফরম্যাটে সূর্যকুমার যাদব জাতীয় দলে অটোমেটিক চয়েস। ওয়ান ডে ক্রিকেটে একাদশে জায়গা পাকা করতে পারেননি সূর্য। এশিয়া কাপে এক ম্যাচেও সুযোগ পাননি এখনও অবধি। পরিবর্ত ফিল্ডার হিসেবে নেমে শ্রীলঙ্কার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন স্কাই। মোমিন সাকিব একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সূর্যর সঙ্গে আলিঙ্গন, কথা বলছেন মোমিন। সঙ্গে লেখা-‘বর্তমান ক্রিকেটে নতুনত্ব প্রয়োজন, স্কাই তেমনই একজন আবিষ্কারক। ফাইনালে দেখা হবে। ভারতীয় প্লেয়ারদের থেকে আমি যে সম্মান ও ভালোবাসা পাই, তা ভাষায় প্রকাশ করা যাবে না।’
The current day and age of cricket requires innovation and sky is indeed one of the finest in the game! See you in the final.
I always appreciate the love and respect I get from the Indian players!❤️#MominSaqib #INDvSL #SuryaKumarYadav #PAKvSL pic.twitter.com/M6mZrakXaY
— Momin Saqib (@mominsaqib) September 13, 2023
এশিয়া কাপে এ বার পিছু ছাড়ছে না বৃষ্টি। পাল্লেকেলে থেকে কলম্বো। বৃষ্টির দাপট চলছেই। এরই মধ্যে সূর্যর দেখা পেয়ে হাসি ফুটল পাকিস্তানের সোশ্যাল মিডিয়া সেনসেশন মোমিন সাকিবের।