AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suryakumar Yadav: হঠাৎ ইংল্যান্ডে টি-টোয়েন্টি ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, কারণ গুরুতর!

India Vs England Test Series: যা শোনা যাচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে নাও খেলতে পারেন তিনি। অগস্টে বাংলাদেশ সফরে যাবে ভারতীয় দল। ৩টে করে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ রয়েছে।

Suryakumar Yadav: হঠাৎ ইংল্যান্ডে টি-টোয়েন্টি ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, কারণ গুরুতর!
Image Credit: PTI FILE
| Edited By: | Updated on: Jun 17, 2025 | 8:21 PM
Share

কলকাতা: হঠাৎই চোটের কালোছায়া ভারতীয় টিমে। না, টেস্ট টিমের কোনও ক্রিকেটার নন। তিনি সাদা বলের দলে আছেন। ভারতের টি-টোয়েন্টি টিমের ক্যাপ্টেনও। কিছু দিন আগে জার্মানিতে অস্ত্রোপচার করাতে হয়েছিল তাঁকে। সেই সূর্যকুমার যাদবকে আবার অস্ত্রোপচার করাতে হচ্ছেন। এ বারও স্পোর্টস হার্নিয়ারই অপারেশন করাতে হবে মুম্বইয়ের ক্রিকেটারকে। মুম্বই প্রিমিয়ার লিগে খেলেছিলেন সূর্য। তখনই ডানদিকের হার্নিয়াতে সমস্যা দেখা দেয়। অস্ত্রোপচারের পরামর্শই দেওয়া হয়েছে তাঁকে। তাই দেরি না করে ইংল্যান্ড উড়ে গিয়েছেন সূর্য।

গত বছরের জানুয়ারি মাসে হার্নিয়ারই সমস্যা নিয়ে জার্মানি গিয়েছিলেন। সেখানেই সফল অপারেশন হয় তাঁর। তারপর মাঠেও ফেরেন। খেলেন টি-টোয়েন্টি বিশ্বকাপও। এ বার আর জার্মানি যাচ্ছেন না। ইংল্যান্ডের একটি নামী হাসপাতালে হার্নিয়ার অপারেশন হবে তাঁর। মাঠে ফিরতে যথেষ্ট সময় লাগতে পারে সূর্যর। যা শোনা যাচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে নাও খেলতে পারেন তিনি। অগস্টে বাংলাদেশ সফরে যাবে ভারতীয় দল। ৩টে করে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ রয়েছে। ওই সিরিজে খেলতে নাও দেখা যেতে পারে সূর্যকে।

সাদা বলের ভারতীয় টিমে বিশেষ করে টি-টোয়েন্টিতে সূর্য ভরসার মুখ। আগামী বছর ঘরের মাঠে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সূর্যকে ক্যাপ্টেন করেই কাপ ধরে রাখার লক্ষ্যে ধীরে ধীরে দল গোছানোর কাজ শুরু হয়ে গিয়েছে। অবশ্য ওই সিরিজের পরই তিনি ফিট হয়ে উঠবেন, এমনই আশা করা হচ্ছে।