Suryakumar Yadav: ছাতার নীচে ‘আকাশ’! ম্যাচের সেরার সঙ্গে মনও জিতলেন স্কাই…
IPL 2025, Mumbai Indians: ওয়াংখেড়েতে এ মরসুমের শেষ ম্যাচে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ভার্চুয়াল নকআউটে দুর্দান্ত জয়। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন সূর্যকুমার যাদব। ম্যাচ শেষে মনও জিতলেন স্কাই।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্লে-অফের চার দলই নিশ্চিত হয়ে গিয়েছে। যদিও লিগ পর্বে এখনও ম্যাচ বাকি। এর মধ্যে কয়েকটি স্রেফ মর্যাদারক্ষার। আর বাকিগুলি ঠিক করবে, টপ ফোরের কে কোথায় শেষ করবে। প্লে-অফের তিনটি দল আগে নিশ্চিত হয়েছিল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে ছিল মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। ওয়াংখেড়েতে এ মরসুমের শেষ ম্যাচে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ভার্চুয়াল নকআউটে দুর্দান্ত জয়। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন সূর্যকুমার যাদব। ম্যাচ শেষে মনও জিতলেন স্কাই।
ওয়াংখেড়েতে হারলেও মুম্বইয়ের কাছে সুযোগ থাকত। কিন্তু দিল্লি ক্যাপিটালস সেই পরিস্থিতিতে ছিল না। দিল্লিকে ৫৯ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। জসপ্রীত বুমরা, মিচেল স্যান্টনারের মতো দুই বোলার দুর্দান্ত পারফর্ম করেছেন। দু-জনেই নিয়েছেন তিনটি করে উইকেট। কিন্তু বোর্ডে রান না থাকলে বোলারদের পক্ষে এমন পারফরম্যান্সের আত্মবিশ্বাসও হয়তো থাকত না। মুম্বই ব্যাটিংয়ে সেই কাজটাই করেছিলেন সূর্যকুমার যাদব।
ব্যাট হাতে দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন সূর্যকুমার যাদব। মাত্র ৫৮ রানে তিন উইকেট হারালেও বোর্ডে ১৮০ রান তোলে মুম্বই। ৪৩ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংসে ম্যাচের সেরাও হয়েছেন সূর্যই। কিন্তু সেরার পুরস্কার নেওয়ার সময়ই বৃষ্টি। যাঁর নাম ‘স্কাই’, বাংলায় তো আকাশ বলাই যায়। সেই স্কাই ছাতার তলায়! অনেকেই মজা করে বলছেন ছাতার নীচে আকাশ, অনন্য দৃশ্য। শুধু পুরস্কার নয়, মনও জিতলে স্কাই।
ছাতা নিয়ে পুরস্কার নিতে যান স্কাই। সম্প্রচারকারী চ্যানেলে কথা বলবেন। কিন্তু সঞ্চালক হর্ষ ভোগলে তখনও বৃষ্টিতে দাঁড়িয়ে। ভিজতে দিলেন না স্কাই। এক ছাতার নীচে দাঁড়িয়ে নানা প্রশ্নের জবাব দিলেন ম্যাচের সেরা সূর্য। যা সকলের মন জিতে নিয়েছে।
Ever seen a post-match interview like this? ☂😉
P.S. – A special shoutout by @surya_14kumar for his POTM award 🫶💙#TATAIPL | #MIvDC | @mipaltan pic.twitter.com/BaVjhGSkix
— IndianPremierLeague (@IPL) May 21, 2025





