AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs IRE Playing XI: ওপেনিংয়ে বিরাট-রোহিত! ভারতের একাদশে নানা চমক

ICC Men's T20 WC 2024 India vs Ireland Toss Report XI in Bengali: নানা প্রাক্তন ক্রিকেটারও এমনটাই চেয়েছিলেন। এমনকি অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেনের মতো ক্রিকেটার মন্তব্য করেছেন, ওপেন না করলে বিরাটকে খেলানোরই প্রয়োজন নেই।

IND vs IRE Playing XI: ওপেনিংয়ে বিরাট-রোহিত! ভারতের একাদশে নানা চমক
Image Credit: ICC
| Updated on: Jun 05, 2024 | 8:03 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লে-অফেই ছিটকে গিয়েছিল। টুর্নামেন্টে সবচেয়ে বেশি রানের নিরিখে অরেঞ্জ ক্য়াপও জিতেছেন বিরাট কোহলি। তখন থেকেই আরও একবার আলোচনা চলছিল, বিশ্বকাপেও রোহিতের সঙ্গে ওপেন করা উচিত বিরাট কোহলির। নানা প্রাক্তন ক্রিকেটারও এমনটাই চেয়েছিলেন। এমনকি অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেনের মতো ক্রিকেটার মন্তব্য করেছেন, ওপেন না করলে বিরাটকে খেলানোরই প্রয়োজন নেই। আয়ারল্যান্ডের বিরুদ্ধে রোহিত যে একাদশ বেছে নিয়েছেন, তাতে এখনও অবধি পরিষ্কার ইঙ্গিত রোহিত-বিরাটই ওপেন করবেন।

টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত। এই মাঠে মূল টুর্নামেন্টের মাত্র একটি ম্যাচই হয়েছে। আমেরিকায় ব্যবহৃত হচ্ছে ড্রপ ইন পিচ। বাউন্স অনুমান করা কঠিন। নিউ ইয়র্কে গত ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা। দু-দলের ব্যাটাররাই প্রবল সমস্যায় পড়েছিলেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাই সতর্ক ভারত। প্রথমে পরিস্থিতি মেপে নিতে চান।

ভারতের একাদশে জায়গা হয়নি যশস্বী জয়সওয়ালের। বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও খেলানো হয়নি তাঁকে। সেই ম্যাচে রোহিতের সঙ্গে ওপেন করেছিলেন সঞ্জু স্যামসন। নজর কাড়তে ব্যর্থ। বিরাট না খেললেও তিনি যে ফিরবেন, প্রত্যাশিতই ছিল। বিরাট ফিরলেও একাদশে যশস্বী, সঞ্জুর জায়গা হয়নি। যার পরিষ্কার অর্থ, রোহিতের ওপেনিং সঙ্গী বিরাট কোহলি। তিনে ব্যাট করবেন ঋষভ পন্থ। চারে সূর্যকুমার যাদব।

ভারতের একাদশ: রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, অ্যান্ডি বলবির্নি, লোরকান টাকার, কার্টিস ক্যাম্পফার। জর্জ ডকরেল, গেরাথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, বেন হোয়াইট, জশ লিটল