T20 World Cup 2021 India vs Pakistan Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ
রবিরাতে দুবাইতে মুখোমুখি হতে চলেছে বিরাট কোহলির (Virat Kohli) ভারত (India) এবং বাবর আজমের (Babar Azam) পাকিস্তান (Pakistan)।
দুবাই: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এর দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি হতে চলেছে বিরাট কোহলির (Virat Kohli) ভারত (India) এবং বাবর আজমের (Babar Azam) পাকিস্তান (Pakistan)। এই হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় রয়েছে অগণিত দর্শক।
বিশ্বকাপের মঞ্চে কখোনই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। তা সে টি-টোয়েন্টি হোক বা ওয়ান ডে। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপের খেলায় ডারবানে প্রথমবার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই ম্যাচ টাই হয়। তারপর এই দুই দেশ ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলে। যেখানে উত্তেজক ফাইনালে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে বিশ্বকাপ জেতে ভারত। এরপর শ্রীলঙ্কায় ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে অনায়াসেই ৮ উইকেটে হারায় ভারত। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ঢাকায় পাকিস্তানকে ৮ উইকেটে হারায় ভারত। এরপর ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতায় আয়োজিত ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছিল ভারত। রবিরাতে দুবাইতে কারা করবে বাজিমাত, সেদিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
ভারত বনাম পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কবে হবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি আজ রবিবার (২৪ অক্টোবর) হবে।
ভারত বনাম পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কোথায় হবে?
ভারত বনাম পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টায় টস হবে।
কোথায় দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের লাইভ স্ট্রিমিং?
টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন টি-২০ বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং।
আরও পড়ুন: T20 World Cup 2021: পাকিস্তানের বিরুদ্ধে ‘আরও তেরো’র গল্প সাজাচ্ছে বিরাটের ভারত
আরও পড়ুন: T20 World Cup 2021: কেরিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে বিশ্বকাপে ভারতকে হারাতে চান শোয়েব