T20 World Cup 2024: বিশ্বকাপের সুপার ‘৮’ নিশ্চিত, ক্যালেন্ডারে মার্ক করুন কোন ম্যাচ দেখবেন কবে?

T20 World Cup 2024 Full Super 8 schedule: কুড়ি-বিশের বিশ্বকাপের শুরুটা হয়েছিল ২০টা দল নিয়ে। এ বার তার থেকে সেরা ৮টি টিম বিশ্বকাপ খেতাব জয়ের জন্য লড়বে। এ এবং বি এই দুই গ্রুপে এ বার ৮টি দল ভাগাভাগি হয়েছে। এ গ্রুপের মধ্যে ভারত ও বাংলাদেশের ম্যাচ রোমাঞ্চকর হতে চলেছে। আর বি গ্রুপের মধ্যে বিশেষ আকর্ষণ ইংল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচ।

T20 World Cup 2024: বিশ্বকাপের সুপার '৮' নিশ্চিত, ক্যালেন্ডারে মার্ক করুন কোন ম্যাচ দেখবেন কবে?
T20 World Cup 2024: বিশ্বকাপের সুপার '৮' নিশ্চিত, ক্যালেন্ডারে মার্ক করুন কোন ম্যাচ দেখবেন কবে?Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: Jun 17, 2024 | 2:12 PM

কলকাতা: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) গ্রুপ পর্ব শেষের পথে। ১৯ জুন শুরু হবে এ বারের বিশ্বকাপের সেরা ৮ দলের লড়াই। কুড়ি-বিশের বিশ্বকাপের শুরুটা হয়েছিল ২০টা দল নিয়ে। এ বার তার থেকে সেরা ৮টি টিম বিশ্বকাপ খেতাব জয়ের জন্য লড়বে। এ এবং বি এই দুই গ্রুপে এ বার ৮টি দল ভাগাভাগি হয়েছে। এ গ্রুপের মধ্যে ভারত ও বাংলাদেশের ম্যাচ রোমাঞ্চকর হতে চলেছে। আর বি গ্রুপের মধ্যে বিশেষ আকর্ষণ ইংল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচ। এক ঝলকে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন টি-২০ বিশ্বকাপের সুপার এইটের পূর্ণ সূচি।

দুটি গ্রুপে মোট যে ৮টি দল বিশ্বকাপের সুপার এইটে খেলবে তারা হল —

গ্রুপ-এ

১. আফগানিস্তান

২. অস্ট্রেলিয়া

৩. বাংলাদেশ

৪. ভারত

গ্রুপ-বি

১. ইংল্যান্ড

২. দক্ষিণ আফ্রিকা

৩. মার্কিন যুক্তরাষ্ট্র

৪. ওয়েস্ট ইন্ডিজ

চলতি টি-২০ বিশ্বকাপের সুপার ৮ এর পূর্ণ সূচি—

  • ১৯ জুন – মার্কিন যুক্তরাষ্ট্র বনাম দক্ষিণ আফ্রিকা, রাত ৮ (স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম)
  • ২০ জুন – ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, সকাল ৬ (ড্যারেন সামি ন্যাশানাল ক্রিকেট স্টেডিয়াম)
  • ২০ জুন – আফগানিস্তান বনাম ভারত, রাত ৮ (কেনসিংটন ওভাল, ব্রিজটাউন)
  • ২১ জুন – অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ, সকাল ৬ (স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম)
  • ২১ জুন – ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, রাত ৮, (ড্যারেন সামি ন্যাশানাল ক্রিকেট স্টেডিয়াম)
  • ২২ জুন – মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ওয়েস্ট ইন্ডিজ, সকাল ৬ সকাল (কেনসিংটন ওভাল, ব্রিজটাউন)
  • ২২ জুন – ভারত বনাম বাংলাদেশ, রাত ৮ (স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম)
  • ২৩ জুন – আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, সকাল ৬ (আর্নস ভ্যাল গ্রাউন্ড)
  • ২৩ জুন – মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ইংল্যান্ড, রাত ৮ (কেনসিংটন ওভাল)
  • ২৪ জুন – ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা, সকাল ৬ (স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম)
  • ২৪ জুন – অস্ট্রেলিয়া বনাম ভারত, রাত ৮ (ড্যারেন সামি ন্যাশানাল ক্রিকেট স্টেডিয়াম)
  • ২৫ জুন – আফগানিস্তান বনাম বাংলাদেশ, সকাল ৬ (আর্নস ভ্যাল গ্রাউন্ড)