India vs Pakistan: বিরাট VS আমির, রোহিত VS শাহিন, সুপার সানডে-তে IND-PAK ম্যাচে নজরে যে মিনি ব্যাটেল

T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের সেই মাহেন্দ্রক্ষণ এল বলে। আজ, রবিবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা। কারণ বিশ্বকাপের ম্যাচে আজ মুখোমুখি ভারত ও পাকিস্তান। এই ম্যাচে বেশ কয়েকটি মিনি ব্যাটেলেও ক্রিকেট প্রেমীদের নজর থাকবে।

India vs Pakistan: বিরাট VS আমির, রোহিত VS শাহিন, সুপার সানডে-তে IND-PAK ম্যাচে নজরে যে মিনি ব্যাটেল
India vs Pakistan: বিরাট VS আমির, রোহিত VS শাহিন, সুপার সানডে-তে IND-PAK ম্যাচে নজরে যে মিনি ব্যাটেল

Jun 09, 2024 | 8:55 AM

কলকাতা: বাইশ গজের ধুন্ধুমার লড়াইয়ে আজ মুখোমুখি রোহিত শর্মার ভারত ও বাবর আজমের পাকিস্তান। দুই দলের অতীতের পরিসংখ্যান দেখলে এগিয়ে ভারত। কুড়ি-বিশের বিশ্বকাপে ২ দল মুখোমুখি হয়েছে ৭ বার। তার মধ্যে দাপট দেখিয়ে ভারত জিতেছে ৫ বার। পাকিস্তান ১ বার। আর একটি ম্যাচ টাই। এ বার ভারতের ছয় নাকি পাকিস্তানের দুই হবে? তা জানার জন্য মন আনচান করছে ভারত ও পাকিস্তানের ক্রিকেট প্রেমীদের। রবিবার একদিকে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) জমবে ভারত-পাক (India vs Pakistan) মেগা ম্যাচে। তেমনই এই ম্যাচের ভেতর থাকছে কয়েকটি মিনি ব্যাটেলও। এক ঝলকে দেখে নিন সেই মিনি ব্যাটেল হবে কাদের মধ্যে।

রোহিত শর্মা বনাম শাহিন শাহ আফ্রিদি – পরিসংখ্যান বলছে ভারত অধিনায়ক রোহিত শর্মার বাঁ-হাতি পেসারদের মোকাবিলা করতে খানিক সমস্যায় পড়েন। ESPNcricinfo-র রেকর্ড অনুযায়ী, ভারত ও পাকিস্তানের দুই সাক্ষাতে শাহিন আফ্রিদি এক বার আউট করেছেন রোহিতকে। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে রোহিতকে গোল্ডেন ডাক করেছিলেন শাহিন। তাঁর ইন সুইং ইয়র্কারে দুবাইতে একুশের টি-২০ বিশ্বকাপে আউট হয়েছিলেন রোহিত। বাঁ-হাতি পেসারদের বিরুদ্ধে রোহিত ৭৩টি ইনিংসের মধ্যে ২১ বার আউট হয়েছেন। এ বার দেখার চলতি বিশ্বকাপে তিনি শাহিনের বিরুদ্ধে জ্বলে উঠতে পারেন কিনা।

বিরাট কোহলি বনাম মহম্মদ আমির – মহম্মদ আমির পাক টিমে ফেরার পর থেকে দুই দেশের ক্রিকেট প্রেমীরা তাঁর সঙ্গে বিরাট কোহলির দ্বৈরথ দেখার অপেক্ষায় রয়েছেন। বিরাট-আমির লড়াইয়ে এগিয়ে কে? ৬০টি ডেলিভারিতে মহম্মদ আমি ২ বার বিরাটকে আউট করেছেন। ২০১৬ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে আমির প্রথম বার আউট করেছিলেন কোহলিকে। আর ২০১৯ সালের বিশ্বকাপে দ্বিতীয় বার বিরাটকে আউট করেছিলেন আমির। অবশ্য ওই আউটটি ঘিরে খানিক বিতর্কও রয়েছে। ২০১৯ সালেই আমিরের বিরুদ্ধে শেষ ব্যাটিং করেছিলেন কোহলি। এ বার দেখার ভারতীয় সুপারস্টার বাঁ-হাতি পাক তারকার বিরুদ্ধে নাসাউতে জ্বলে উঠতে পারেন কিনা।

ঋষভ পন্থ বনাম শাদাব খান – স্পিনের বিরুদ্ধে ঋষভ পন্থ কেমন পারফর্ম করেন, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে পন্থ আরও যেন বিধ্বংসী হয়ে উঠেছেন। টি-২০ বিশ্বকাপের আগে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে এবং বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দেখলেই নজরে পড়বে স্পিনের বিরুদ্ধে ঋষভ পন্থ অসাধারণ খেলেছেন। ফলে পাকিস্তানের বিরুদ্ধে পন্থের ব্যাটে জাদু দেখার অপেক্ষায় রয়েছেন ভারতীয় অনুরাগীরা। তাই বাঁ হাতি পন্থ ও ডান হাতি স্পিনার শাদাব খানের দ্বৈরথ নিয়ে আলাদা আগ্রহ রয়েছে ক্রিকেট প্রেমীদের।