Cricket: লর্ডস থেকে বেকেনহ্যাম, আমেদাবাদ বিমান দুর্ঘটনায় শোকের ছায়া

India Tour Of England: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্ব শুরু করতে চলেছে ভারতীয় দল। তার আগে বেকেনহ্যামে একটি ম্যাচ খেলছে ভারত। কম্বিনেশন বেছে নিতে এই ম্যাচ। লর্ডস এবং বেকেনহ্যাম দুই ভেনুতেই শোকের আবহ।

Cricket: লর্ডস থেকে বেকেনহ্যাম, আমেদাবাদ বিমান দুর্ঘটনায় শোকের ছায়া
Image Credit source: BCCI

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 13, 2025 | 5:17 PM

ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। টেস্টে সেরার লড়াইয়ে মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। টেস্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অন্যদিকে, আইসিসি টুর্নামেন্টে দীর্ঘ ২৭ বছরের খরা কাটানোর লক্ষ্যে দক্ষিণ আফ্রিকা। একদিকে যেমন লর্ডসে চলছে ফাইনাল, অন্যদিকে বেকেনহ্যামে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত। ২০ জুন থেকে শুরু ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্ব শুরু করতে চলেছে ভারতীয় দল। তার আগে বেকেনহ্যামে একটি ম্যাচ খেলছে ভারত। কম্বিনেশন বেছে নিতে এই ম্যাচ। লর্ডস এবং বেকেনহ্যাম দুই ভেনুতেই শোকের আবহ।

আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমানদুর্ঘটনায় দেশজুড়ে শোকের আবহ। ইংল্যান্ডেও তার ব্যতিক্রম নয়। বিমানটি যুক্তরাজ্যেই রওনা হয়েছিল। যাত্রী এবং কেবিন ক্রু মিলিয়ে ২৪২ জন ছিলেন এয়ার ইন্ডিয়ার বিমানে। মৃত্যু মিছিল মেনে নিতে পারছেন না কেউই। বেকেনহ্যামে এ দিন নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচের আগে মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করেন ভারতীয় প্লেয়ার, আম্পায়াররা। শুধু তাই নয়, কালো আর্ম ব্যান্ড পরেও নামেন তাঁরা।

শুধু বেকেনহ্যামেই নয়, লর্ডসে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চেও তাই। তৃতীয় দিনের খেলা শুরুর আগে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা দু-দলের ক্রিকেটাররাই নীরবতা পালন করেন। তাঁরাও কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন। লর্ডসের গ্যালারিও নীরবতা পালন করে।