দুবাই: অপেক্ষার আর মাত্র ২দিন। ২৪ অক্টোবর ক্রিকেটপ্রেমীরা দেখতে পাবে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারত-পাকিস্তান (India vs Pakistan) দ্বৈরথ। এই ম্যাচের দিকে বিশেষ নজর রয়েছে বিভিন্ন দেশ-বিদেশের বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটারদেরও। তবে এই হাইভোল্টেজ ম্যাচের আগে রোহিত-শামিরা ব্যস্ত স্কুইড গেম (Squid Game) চ্যালেঞ্জে।
আইসিসি (ICC) ইন্সটাগ্রামে ভারতীয় ক্রিকেটারদের একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে দেখা যাচ্ছে স্কুইড গেম, নেটফ্লিক্সের (Netflix) খেলায় মেতেছেন রোহিত থেকে বুমরা-বরুণরা। এটি আইসিসির একটি প্রমোশনাল ভিডিও। নেটফ্লিক্সের কোরিয়ান ড্রামা ‘স্কুইড গেম’ দর্শকদের মনে যেমন ঝড় তুলেছে, তেমনই ভারতীয় দলের অন্দরেও চলল নেটফ্লিক্সের দাপট।
রোহিত-বরুণরা ডালগোনা ক্যান্ডি চ্যালেঞ্জ নেন। যেখানে ক্যান্ডিটা না ভেঙে ফেলে, তার থেকে নির্দিষ্ট একটা আকার তৈরি করাই ছিল মূল লক্ষ্য। আইসিসি সেই ভিডিওর ক্যাপশনে লেখে, “স্নায়ুকে চাপে রাখার গেমের পরীক্ষা দিয়েছে ভারত। ভারতীয় ক্রিকেট দলের তারকাদের পরীক্ষা করা হল বিশ্বের সবচেয়ে আলোচিত শোগুলির মধ্যে থেকে একটি বিখ্যাত গেম দিয়ে।” আইসিসির পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে যে, রোহিত শর্মা (Rohit Sharma), কেএল রাহুল (KL Rahul), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy), মহম্মদ শামি (Mohammed Shami) ও জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) এই চ্যালেঞ্জে অংশ নিয়েছেন। বরুণ-রাহুল, সূর্যকুমার-বুমরারা এই চ্যালেঞ্জে ব্যর্থ হন। তাদের ক্যান্ডি নির্দিষ্ট আকারে আসার আগেই ভেঙে যায়। কিন্তু রোহিত এবং শামি নিঁখুত ভাবে তাঁদের ক্যান্ডিকে নির্দিষ্ট আকার দিতে সফল হন।
২৪ তারিখ বাবর আজমদের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করার আগে দুটি ওয়ার্ম ম্যাচে ইংল্যান্ড (England) ও অস্ট্রেলিয়াকে (Australia) হারিয়ে বিরাটদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। এ বার শুধু অপেক্ষার পালা। নিজেদের ওপর চাপ না তৈরি করে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বের করাই থাকবে রোহিতদের ফোকাসে।
আরও পড়ুন: T20 World Cup 2021: বিশ্বকাপে ফেভারিট ভারত: স্টিভ স্মিথ
আরও পড়ুন: T20 World Cup 2021: মুহূর্তে শেষ টিকিট, বিজ্ঞাপনের বাজার দর ভেঙে দিল অতীতের রেকর্ড
আরও পড়ুন: T20 World Cup 2021: উপমহাদেশের পিচে ভারত সবচেয়ে ভয়ঙ্কর টিম, বলছেন ইনজামাম