কলকাতা: গৌতম গম্ভীরের (Gautam Gambhir) জমানায় ভারতীয় টিমে একাধিক বদল এসেছে। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রাহুল দ্রাবিড় কোচের দায়িত্ব ছাড়েন। তারপর টিম ইন্ডিয়ার (Team India) নতুন কোচ হন গৌতম গম্ভীর। জুলাই মাসে ভারতীয় টিমের দায়িত্ব নেন টিম ইন্ডিয়ার বিশ্বজয়ী তারকা গৌতম। এরপর ভারতের গুরু গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল শ্রীলঙ্কায়। সেখানে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওডিআই ম্যাচ খেলে ভারত। কোচ হিসেবে নিজের প্রথম সিরিজ জেতেন গম্ভীর। এ বার তাঁর ঘরের মাঠে প্রথম অ্যাসাইনমেন্টের পালা। বুধ-সন্ধেয় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টি-২০ ম্যাচ। এই স্টেডিয়াম গম্ভীরের খুব কাছের। সেখানেই বাংলাদেশকে হারিয়ে সিরিজ মুঠোয় ভরতে মরিসা সূর্যরা।
শ্রীলঙ্কা সফরে ভারতের সীমিত ওভারের সিরিজের পর চেন্নাই, কানপুর, গোয়ালিয়রে ভারতীয় টিমের সঙ্গে সফর করেছেন গৌতম গম্ভীর। এ বার দিল্লির মাঠে গম্ভীরের নামার পালা। অরুণ জেটলি স্টেডিয়ামে একাধিক ম্যাচ খেলেছেন গৌতম গম্ভীর। ওই মাঠে খেলে আন্তর্জাতিক ক্রিকেটেও নিজের পরিচিতি তৈরি করেছিলেন। এ বার সেই মাঠে কোচ হিসেবে গম্ভীরের পরীক্ষার পালা। গম্ভীর ভারতের কোচ হওয়ার পর শ্রীলঙ্কায় টি-২০ সিরিজ জেতে টিম ইন্ডিয়া। ওডিআই সিরিজে মেন ইন ব্লু অবশ্য লঙ্কানদের হারাতে পারেনি। এরপর বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই ও কানপুর টেস্টে জেতে টিম ইন্ডিয়া। সর্বশেষ গোয়ালিয়রে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ জিতেছে মেন ইন ব্লু। এ বার গম্ভীরের হোম টাউনে প্রথম বার টি-২০ ম্যাচ। হতে পারে গম্ভীরের পরিবারের লোকজনও সেখানে থাকতে পারেন। ফলে এই ম্যাচ গৌতমের কাছেও বিশেষ হতে চলেছে।
বিরাট কোহলি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, ঠিকই। কিন্তু তারপরও অরুণ জেটলি স্টেডিয়ামে একদিকে দেখা যাবে বিরাট কোহলিকেও। কীভাবে? আসলে দিল্লিতে রয়েছে বিরাট কোহলি প্যাভিলিয়ন। ফলে সেই স্ট্যান্ডেও ভারতীয় ক্রিকেট প্রেমীরা ভিড় জমাবেন, তা বলার অপেক্ষা রাখে না।